পুলক বড়ুয়া |||| এক কাপ চা
এখন এক কাপ চা-হলে মন্দ হত না
এখন এক কাপ চা-পেলে মন্দ হত না :
খালি এক কাপ চা
শুধু এক কাপ চা
সেরকম এক কাপ চা !
ওহ্, ওষ্ঠ জিভ কন্ঠ পুড়ে যাচ্ছে :
চোখের সামনে মুগ্ধ চায়ের ধোঁয়া
চোখের সামনে মুগ্ধ চায়ের হাতছানি
নিমেষে সবকিছু ঠান্ডা হয়ে যাচ্ছে …
তরল হয়ে অন্তরে নেমে যাচ্ছে
ওহ্, এক পলক তাকিয়ে এমন-যে মন মজে যায় !
ওহ্, প্লিজ, জাস্ট অ্যা কাপ অব টি,
প্লিজ, গিভ মি অ্যা কাপ অব টি !
ও-য়া-ও !
আমি ওষ্ঠ ছোঁয়াব
আমি জিভে ঢালব
গলা ভেজাব
আঙুলে আঙুল, পরশে পরশ
আমি জমিয়ে এক কাপ চা-এ ডুববো
কার হাতযশ—আমার আড়ষ্ট-অবশ শরীর
চাঙা করে দেবে
কার হাতযশ—আমারই আড়ষ্ট-অবশ শরীর
রাঙা করে যাবে
চুম্বন, চুম্বন, শুধু এক কাপ চুম্বন
মৌবন, মৌবন, শুধু এক কাপ মৌবন
শূন্য, শুধু শূন্য, এক কাপ শূন্য—
শূন্য, শুধু শূন্য, এক কাপ পূর্ণ
শূন্যতা শুধু পূর্ণতা হয়ে উঠুক
অপূর্ণতা-শূন্যতা ভরে যাক
শুধু শূন্য এক কাপ শূন্য পূর্ণ হয়ে উঠুক :
সতৃষ্ণ ধোঁয়া হয়ে উঠুক,
আমি সুগন্ধ উষ্ণতা ছোঁব,
তৃষিত হাওয়া বুকে চেখে নেব !
হৃদয় সুখোষ্ণ হয়ে উঠবে আমার ।
আহ্, জম্পেশ, এক কাপ চা
ওহো, জমাটি, এক কাপ চা
আহা, মজে যাব, সুনন্দ স্বাদে !
ওগো দাও মধুময় এক কাপ চা
আহা দাও মিষ্টি এক কাপ চা
সুরম্য এক কাপ চা :
ওঠো, পান করি
এসো, পান করি
ভরপুর হয়ে উঠি :
অশেষ তলানি তার, শেষবিন্দুটুকু …
কমণীয় আঙুল-ছুঁয়ে গড়ে ওঠা
বিকশিত এই শোভা
সর্বশেষ শুভেচ্ছা :
চলো, স্বাগত জানাই, বুঁদ হয়ে যাই
সুপ্রাচীন চৈনিক বাহারে …
চলো, আলিঙ্গন করি, আদিবাসী মন-ছুঁয়ে
উঠে আসা অকৃত্রিম আহ্বানকে …
চলো, জড়াই, বাগানময় চায়ের
আন্তরিক আশ্চর্য পরমোষ্ণতাকে …
ম ম এক কাপ প্রিয় পানীয়কে
ম ম এক কাপ তরলকে
ম ম এক কাপ অমৃত-গরল নির্যাসকে
মোহময়ী মানবিক আবেদনকে
চলো মুখোমুখি বসি কাপ ও পিরিচের
টইটম্বুর-আমন্ত্রণের
চলো মুখোমুখি বসি মন্ত্রমুগ্ধ-আমন্ত্রণের !
চলো যাবার আগে, ধন্যবাদ দেবার আগে,
সুধন্য সুগন্ধির আমন্ত্রণে সুন্দর ধন্য হয়ে উঠি !
এক পেয়ালা চায়ের চক্করে
বর্ণাঢ্য সভায়
আঙুলের উষ্ণতায় উষ্ণতা ছুঁই—
বর্ণিল শীর্ষের, বর্ণালীর অগ্রভাগের
বিন্দু বিন্দু সিন্ধু
শিখর থেকে শেকড়ে
চুঁইয়ে চুঁইয়ে, শুষে নিই
টেনে নিই প্রতি ফোটা …
চুমুকে চুমুকে পান করি চুমুক বসিয়ে !
সবুজ সতেজ সটান হয়ে উঠুক তনুমনস্নায়ু
সরগরম হয়ে উঠুক চোখকানহাতপা
পায়ের নখ থেকে মাথার চুল
তালু থেকে তালু
তলা থেকে তালু
গুলজার হয়ে উঠুক
ভেতর-বাহির
আড্ডার মতো
একেকটিবার
একেকবার
প্রতিবার
চুমুকে চুমুকে
চুমুতে চুমুতে
একচুমুকেই
একচুমুতেই !