সাহিত্য ও কবিতা

পিতার উপদেশ  |||| বিশ্বজিৎ মানিক


পিতার উপদেশ  |||| বিশ্বজিৎ মানিক


সঙ্গী সাথী তোমার খোকা – না যদি হয় ভালো
আপদ কালে অন্ধকারে – কে দেখাবে আলো?
আগের দিনে মা বাবারা – রাখতো দেখে চোখে
বাধ্য এখন বাইরে দিতে – কেমনে ঘরে রাখে?

লোহা ভাসে সঙ্গগুণে – সবার জানা আছে
সঙ্গদোষে দুষ্ট হলে – জীবনটা হয় মিছে
তাইতো খোকা বলছি তোকে – সাবধানেতে চল্
অসৎ বন্ধু সঙ্গী হলে – হবেই জীবন বিফল।

তোমরা যারা কল্পনাতে – জাতির ভবিষ্যৎ
সঙ্গ তাদের ছাড়তে হবে – বন্ধু যারা অসৎ
ঘোর বিপাকে পড়তে হবে – নইলে জানো খোকা
তোমার সরেস মগজটাতে – ধরতে পারে পোকা।

জানবে খোকা রাখবে মনে – চরিত্রটাই বল
চরিত্রটা নষ্ট হলেই – আসবে কাছে খল
সর্বাগ্রে করতেই হবে – অর্জন তোমায় এটা
নইলে বাবা হতেই পারো – তুমি বলির পাঁঠা।

নিয়মনীতি যা কিছু সব – শিখছো খোকা ঘরে
সে নিয়মই চলবে মেনে – যাবে যখন দূরে
নৈতিকতার স্খলন হলেই – বাড়বে বিপদ ভারী
করতে হবে তোমায় তখন – চরম আহাজারি।

পড়াশোনার সময় যখন – করবে মনযোগে
জানবে খোকা লেখাপড়াই – করতে হবে আগে
শিক্ষাক্ষেত্র সবার কাছেই – পবিত্র এক স্থান
রাখতে হবে বলছি বাবা – শিক্ষাঙ্গনের মান।

শালীনতা শিষ্টাচারে – হতেই হবে শ্রেষ্ঠ
তোমার দ্বারা  হয়না যেন – কেউ কোনদিন রুষ্ট
বাবা হয়ে ছেলের প্রতি – প্রত্যাশা মোর এই
জানি আমি পারবে তুমি – সন্দেহ তায় নেই।

লক্ষ্য তোমার ঠিক না হলে – পিছিয়ে পরে যাবে
স্থির করে তাই লক্ষ্য তোমার – এগিয়ে নিতে হবে
সময় চলে গেলে খোকা – আসবে না তা ফিরে
চলতে হবে তোমার জীবন – স্রোতের গতি ঘিরে।

তোমার উপর আস্থা বাবার – আছে খোকা খুব
কখনো যেন অনিয়মে – দেওনা তুমি ডুব
সপে দিলাম তোমার উপর – আমার যতো আশা
মানুষ হলেই পাবে শুধু – সকল ভালোবাসা।

০২/১০/২০২০ খ্রিস্টাব্দ।
সংবাদটি শেয়ার করুন