ফিচার্ড সাহিত্য ও কবিতা

১৬ ডিসেম্বর ১৯৭১ ।।। পুলক বড়ুয়া

১৬ ডিসেম্বর ১৯৭১ ।।। পুলক বড়ুয়া


আমাদের অপরাধ ছিল
আমরা বর্ণমালার প্রেমে পড়েছিলাম
আমাদের অপরাধ ছিল
আমরা বাংলাদেশকে ভালোবেসেছিলাম

তাই ওরা ধেয়ে এল
বুলেট আর বেয়নেট নিয়ে
এবং আমাদের রক্তাক্ত করলো
ওদের চোখে আমাদের একমাত্র ত্রুটি
ওদের চোখে আমাদের যারপরনাই দোষ
মাতৃভাষার প্রতি প্রবল ভালোবাসা আর স্বদেশপ্রেম

বদ্বীপের বোমারু-ঘুম
বারুদ-শব্দে বিস্ফোরিত হলো
জেগে উঠলো বাংলাদেশ
জ্বলে উঠলো বাংলা ভাষা
সবুজ ধরিত্রীর বুকে
দাউ দাউ করে গর্জে উঠলো
লেলিহান আগুনের গোলা
ছাপ্পান্ন হাজার বর্গমাইল
মুক্তির নেশায় দুলে উঠলো
তেঁতুলিয়া থেকে টেকনাফ
লৌহ কঠিন গোটা মানচিত্রের মাটি
একটি বদ্বীপ
আর বদ হায়েনারা বধ ও বন্দী হল

ওরা খুব ভালো করে দেখে নিল, দেখে গেল
ওরা খুব ভালো করে জেনে নিল, জেনে গেল
ওরা খুব ভালো করে বুঝে নিল, বুঝে গেল
প্রেম ও ভালোবাসার যোগ্য প্রতিপক্ষ
বুলেট আর বেয়নেট নয়

তাই তো এ বিজয়—বাংলাদেশ ।


সংবাদটি শেয়ার করুন