সাহিত্য ও কবিতা

পুলক বড়ুয়া |||| কবিতাজীবন


পুলক বড়ুয়া |||| কবিতাজীবন


আমাকে একটি কবিতাজীবন দাও
আমি এক সুদীর্ঘ কবিতাজীবন চাই

তাতে ধুলো এসে উড়বে বালি এসে লাগবে
কাঁকর এসে মিশবে খানাখন্দে নামবে
দূরপাল্লায় চাপবে সাঁকো-শূন্যে ভাসবে
ত্রিভুবনময় হবে ত্রিকালদর্শী হবে
রহস্যময় চড়াই-উৎরাই ভাঙবে

নিশিদিন দিনরাত্রি আলো-আঁধার-হাওয়া
চন্দ্র-সূর্য-গ্রহ-তারা রোদ্দুর-জোছনা-পূর্ণিমা-অমা

অরণ্য-অভয়ারণ্য-বাগান পুকুর-দীঘি-ডোবা
খালবিল-হাওড়-বাওড় নালা-নর্দমা নদনদী-সাগর-গিরি

মেঘ-বৃষ্টি-ঝঞ্ঝা-সুনামি পরিবেশ-প্রতিবেশ দূষণ
খরা-মন্দা-বন্যা-ক্ষুধা মারী ও মন্বন্তর
ধর্ম-বর্ণ-অধর্ম-অসাম্য-আত্মহত্যা

স্বপ্ন-কল্পনা—চাওয়া-পাওয়া-না-পাওয়া—সুখ-দুঃখ
বোধ-চৈতন্য-আবেগ-অনুভূতি বিহ্বলতা-ভাবালুতা
ক্ষোভ-বিক্ষোভ-রাগ-অভিমান হতাশা-ব্যর্থতা-বিষন্নতা
প্রেম-ভালোবাসা-বিরহ-মিলন—ঈর্ষা-করুণা-মৈত্রী
সংকট-সংশয়-ভয়-অভয়—বিপন্নতা-উদ্ধার
যুদ্ধ-বিগ্রহ-উত্থান-পতন ধ্বংস-বিনির্মাণ
আন্দোলন-সংগ্রাম-অভ্যুত্থান বিপ্লব-প্রতিবিপ্লব
গুম-খুন-ক্রসফায়ার—অজ্ঞাতনামা আততায়ী ঘাতক
চোর-চ্যাচোড়-বদমাশ-ঠগবাজ—আইন-আদালত—
আইনের ফাঁক-ফোকর—প্রহসন—বিচারহীনতার সংস্কৃতি

সবই থাকবে—মিশে যাবে

মন্দ-ভালোয় মিশেল মন্দ-ভালোর সয়লাব
আমি সেই অধিশ্বর আমি সেই একেশ্বর
আমিই সেই ঘরানা

আমাদের কতো জন্ম আমাদের কতো মৃত্যু
রোগ-শোক-সুখ-দুঃখ—এমত জীবন

প্রভু, আমি একদা জন্ম নিয়েছি—প্রভু, আমি একদা মরে যাব
প্রভু, আমি একবার জন্ম নিয়েছি—একবার মরে যাব
একেবার জন্ম নিয়েছি—একেবার মরে যাব
আমাকে এবার অবগাহন করতে দাও
আমাকে এবার পানীয় দাও, আস্বাদ পেতে চাই

একজীবনে আমি একটি পূর্ণাঙ্গ কবিতাজীবন চাই
একজীবনে আমি একটি পূর্ণাঙ্গ কবিতাযাপন চাই
একজীবনের পূর্ণাঙ্গ কবিতারূপ-রূপায়ণ চাই

আমি এই এক অতলজীবন চেয়েছি
আমি একক নিমগ্নজীবন চেয়েছি
আমি একটি হরফ থেকে ব্যপক সরব
আমি একটি অক্ষরবিন্দু থেকে মহাশব্দসিন্ধু
আমি মহাপঙক্তিসিন্ধু সন্তরণ—শরণ চেয়েছি

আমাকে তুমি একটি দূরপাল্লার কবিতাজীবন দাও
আমাকে তুমি একটি দূরপাল্লার কাব্যজীবন সোয়ারী করো
আমাকে তুমি একটি দিগন্ত বিস্তৃত আসমুদ্রহিমাচল
অশেষ কবিতাজীবন অসীম কবিতাজীবন শরিক-সারথী কর

আমি না-হয় এক হয়ে ওঠা, একা হয়ে ওঠা
এই বেড়ে ওঠা লম্বা
           অম্লমধুর প্রিয় অমিয় কবিতাজীবন পার করব

আমি একটি ত্রিমাত্রিক কবিতাজীবন পাব
আমি এক রক্তচক্ষু চরণ পাব এক রুক্ষ গুঁফো ছত্র পাব
এলোমেলো উসকো খুসকো চিকুর হয়ে দাঁড়িয়ে যাব
আমার হাত বেয়ে উঠে আসবে, নামবে
উড়ুক্কু উপমা-উৎপ্রক্ষা-রূপক—
বিষের অমৃত ব্যবহার
বিষের মধুর বাহার

কালি ও কলম ও কাগজ ফুঁড়ে অঙ্কুরিত হবে
আলো-হাওয়ায় ধ্বনিত-প্রতিধ্বনিত হয়ে
             প্রস্ফুটিত উচ্চারণ ভূমি, তুমি

প্রভু, আমাকে একটি কবিতাজীবন দাও
প্রভু, আমাকে একটি নশ্বর কবিতাজীবন দাও
আমাকে তোমার অমর চিরসম্ভার দাও

শুধু, আমাকে একটি নির্বাচিত কবিতাজীবন দাও
শুধু, আমাকে একটি স্বনির্বাচিত কবিতাজীবন দাও
আমাকে একটি মনোনীত কবিতাজীবন দাও
আমাকে একটি বাছাই কবিতাজীবন দাও
আমাকে একটি প্রিয় কবিতাজীবন দাও

একটি          সমগ্র           কবিতা          দাও
একটি          শ্রেষ্ঠ            কবিতা          দাও

                     কবিতাসমগ্র নয়
                     শাশ্বতসমগ্র চাই
      শ্রেষ্ঠত্ব নয়  সেরাটাই চাই  শ্রেষ্ঠ দিও


সংবাদটি শেয়ার করুন