বিনোদন সোশ্যাল মিডিয়া

প্রধানমন্ত্রীর সঙ্গে সুন্দরীদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সুন্দরীদের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’-এর সুন্দরীরা। ছবি : ফেসবুক থেকে নেওয়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়নসহ কয়েকজন প্রতিযোগী। গতকাল রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুন্দরীরা।
 
এদিকে, গত ২৩ অক্টোবর রাতে বসুন্ধরা কনভেনশনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর চূড়ান্ত পর্ব। সেরা ১০ প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী হন শিলা। আর তার মাথায় মুকুট পরিয়ে দেন ১৯৯৪ সালের মিস ইউনিভার্স ও বলিউড তারকা সুস্মিতা সেন।
 
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে শুরু হওয়া ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সেরা ১০ জন হলেন- তামান্না ইসরাত সোহানী, মারিয়া মুমু, সানোবার তাইফা, আফলা আম্রান, শিরিন আক্তার শিলা, জেসিয়া ইসলাম, স্মৃতি আক্তার, ইরানা ইশরাত, আলিশা ইসলাম এবং তসিবা আনিতা ইসলাম।
 
সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =