সাহিত্য ও কবিতা

প্রহর পেরিয়ে  |।| পুলক বড়ুয়া


প্রহর পেরিয়ে  |।| পুলক বড়ুয়া


সহজে তোমাকে চাই আর সহজে তোমাকে ভাবি
কাজে ও অকাজে তুমি, ওহ্, কেন এসে যাবে তুমি

এটা কী কখনো হয়, তবুও ভাবছি এই আমি
ক্ষণে ক্ষণে চলে এই—এ যেন আমার দিবাস্বপ্ন
কারণে ও অকারণে বেশি বেশি ভাবি, বোধহয়
নিশিদিন সেই মোহে ঘুরপাক খাচ্ছি মায়াজালে
অথচ তোমার দ্যাখা নেই কোনো, সাড়া নেই কিছু
আমার ভাবনা স্বপ্ন-কল্পনার কথা পৌঁছোয় না
পৌঁছোয় না কিছুতেই তোমার শ্রুতিতে কিংবা ধরো
আলোর অক্ষরগুলো—ভার্চুয়াল পৃথিবীর বুকে
তোমার আঙুল ছুঁয়ে বহুমূল্য হীরে-জহরত
এর মতো শোভা পেত তাহলে তোমার চোখে মুখে
আগন্তুক প্রতীক্ষার একগুচ্ছ প্রহর পেরিয়ে
সোনাঝরা সকালের মতো কেউ রবিকরোজ্জ্বল
দেশকাল হয়ে যেত যেন কোনো জাদুমন্ত্রবলে !


সংবাদটি শেয়ার করুন