সাহিত্য ও কবিতা

প্রণমি তোমায় |||| তানিয়া জাহান ঝর্ণা

প্রণমি তোমায় |

( আবদুল গাফফার চৌধুরীর জন্মদিনে )

একজন মানুষ, সারা বাংলার ঐতিহ্য সম্পদ
একজন মানুষ, বাংলা ভাষার অমূল্য বৈভব
একজন মানুষ কঠিন বাস্তবতার রূপকার
একজন মানুষ সারা বাংলার দৃপ্ত অহংকার।

একজন মানুষ, বঙ্গবন্ধুর সকাল সন্ধ্যার গল্প
একজন মানুষ বাংলাদেশের সাহিত্য প্রকল্প
একজন মানুষ আন্দোলনের কলমী স্রোত
একজন মানুষ বাংলা আলোকিত বিশ্বলোক।

একজন মানুষ অনেক সম্মানিত নিজের গুণে
এমন এক মানুষ হয়তো কোথাও নেই ত্রিভুবনে
এই মানুষকে লোভ, মোহ করতে পারেনি বশ
একই মানুষ নিরহংকার, উপকারী, নিরলস।

একজন মানুষ নৈতিকতায় আপসহীন ঝড়
একজন মানুষ নীরব যোদ্ধা সারাজীবন ভর
একজন মানুষ অসামান্য তবুও অতিসাধারণ,
একজন মানুষ সাহিত্য, রাজনীতির সেতুবন্ধন।

এই মানুষটির বাইরে কঠিন ভেতরে কোমল
এই মানুষটি ভালোবাসার শুভ্র নীলোৎপল
বঙ্গবন্ধুর প্রিয়ভাজন, সুজন, স্বজন তিনি
স্নেহধন্য আশীর্বাদপুষ্ট হয়েছিলেন তিনি।

একজন মানুষ দেখেছেন বিক্ষোভ আন্দোলন
একজন মানুষ সয়েছেন, জুলুম নির্যাতন
একাত্তর,বায়ান্নর লক্ষ বলিদান, বাংলার দীর্ঘশ্বাস
একজন মানুষ লিখেছেন সযতনে সেই ইতিহাস।

একজন মানুষ জীবন্ত কিংবদন্তি, বিভব বৈভব
তিনি সবার শ্রদ্ধা, ভালোবাসায় সিক্ত অনুভব
বাংলা ভাষা রবে যত দিন এই পৃথিবীতে
আবদুল গাফফার চৌধুরী তত দিন রবেন
সবার হৃদয় ও লেখনীতে।

এজোয়ার,  লন্ডন

#সারাক্ষণ

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন