ফিচার্ড সাহিত্য ও কবিতা

প্রাণ ভ্রমর || তুষার আচার্য্য

প্রাণ ভ্রমর || তুষার আচার্য্য


তোমার সামান্য বৈপরীত্যে শতগুণ বাড়ে হৃদকম্প।
ধোঁয়াশার মেলা বসে যায় দৃষ্টির চারপাশ জুড়ে।
ব্যথার গাঁথা অবিরাম ঝরে নিঃশব্দের আকারে।
এই বুঝি প্রাণ গেল থমকে, সহসা দূরত্বে।
রোমকূপে বিদ্রোহ করে হাবুডুবু সকল বাড়ি বিন্দু।
অজানা আতঙ্কে শুকিয়ে পড়ে রক্তসিন্ধু।
রেখো যতনে, ভেবো নিজেকে আপন।
আসলে তুমি নও, আমার তুমিই সেই গোপন।
অনীহায় রেখো না, জীর্ণ করোনা মনন শপথ।
দোহের টানে প্রেমের স্রোতে জয়ী সকল প্রেমসমর।
কষ্টে রেখো না নিজেকে তুমি,
ভুলো না তুমি, তুমিই আমার প্রাণ ভ্রমর।



কল্যাণী, নদিয়া, ভারত

 





সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন