ফিচার্ড বিশ্ব

প্রাপ্তবয়স্কদের জন্য ভ্যাকসিনের ৪র্থ ডোজ অনুমোদন দিচ্ছে ইসরাইল

প্রাপ্তবয়স্কদের জন্য ভ্যাকসিনের ৪র্থ ডোজ অনুমোদন দিচ্ছে ইসরাইল

প্রাপ্তবয়স্কদের জন্য কোভিড ভ্যাকসিনের ৪র্থ ডোজ অনুমোদন দিতে যাচ্ছে ইসরাইল। দেশটির সরকারের একটি উপদেষ্টা প্যানেল এরইমধ্যে এই প্রস্তাব দিয়েছে। তবে ৪র্থ ডোজ গ্রহন করতে হলে অবশ্যই বুস্টার ডোজ গ্রহণের ৫ মাস পার হতে হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে জানানো হয়েছে, বর্তমানে শুধু ৬০ বছরের বেশি বয়স্কদের জন্য ৪র্থ ডোজের অনুমোদন রয়েছে ইসরাইলে। নতুন এই প্রস্তাবটি অনুমোদিত হলে দেশটির সকল প্রাপ্তবয়স্কই কোভিড-১৯ ভ্যাকসিনের ৪র্থ ডোজ গ্রহণ করতে পারবেন। আনুষ্ঠানিকভাবে এটি অনুমোদন দেবেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের মহাপরিচালক। তবে সেটি কবে হবে তা স্পষ্ট করে জানানো হয়নি।

ইসরাইলি স্বাস্থ্য মন্ত্রনালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৪র্থ ডোজ গ্রহণের পর শরীরে তিন থেকে পাঁচ গুন বেশি সুরক্ষা নিশ্চিত হয়।





সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন