ইউরোপের দুই দেশে পড়াশোনা
সুইডেন
উত্তর ইউরোপে বাল্টিক সাগরতীরের দেশ সুইডেন। পৃথিবীর রাজনীতিতে শান্তির দেশ হিসেবে পরিচিত। মাত্র এক কোটি জনসংখ্যার এই দেশ জ্ঞান-বিজ্ঞানে বহুধা সমৃদ্ধ। বিজ্ঞান ও সাহিত্যে এ গ্রহের সবচেয়ে সম্মানজনক নোবেল পুরস্কার দেওয়া হয় এ দেশ থেকেই। শিক্ষা, গবেষণা, চাকরি ও ব্যবসার জন্য পৃথিবীর বহু দেশ থেকে মানুষ জড়ো হয়েছে এ সমাজে। অত্যন্ত উঁচুমানের গবেষণার কারণে এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উচ্চশিক্ষার আধার। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো যখন নানা সংকটে জর্জরিত, ঠিক তখন অনেক মেধাবীর স্বপ্ন উন্নত বিশ্বের শিক্ষাপ্রতিষ্ঠান।
পড়াশোনার বিষয়: এ দেশটিতে যেসব বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে সেগুলো হলো- পরিবেশ বিজ্ঞান, ভাষা শিক্ষা, কৃষি গবেষণা ও ইঞ্জিনিয়ারিং, এমবিএ, টেলিকমিউনিকেশন, আইন, গণিত, জনস্বাস্থ্য, আর্ট অ্যান্ড ডিজাইন, মেডিকেল, অর্থনীতি, ভূগোল, হিউম্যান রিসোর্স, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, ফিল্ম ও মিডিয়া, লাইফ সায়েন্স ইত্যাদি।
বিশ্ববিদ্যালয় ও টিউশন ফি: সুইডেনে বেশ কয়েকটি বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় রয়েছে যার প্রায় সবগুলোই ওই দেশের সরকারি তহবিলে পরিচালিত। এই বিশ্ববিদ্যালয়গুলোতে তিন বছর মেয়াদি ব্যাচেলর, দুই বছর মেয়াদি মাস্টার্স এবং পিএইচডি করার সুযোগ রয়েছে।
বেলজিয়াম
বেলজিয়ামে আবেদন করার জন্য এসএসসি, এইচএসসি এবং অনার্সের সার্টিফিকেট, মোটিভেশনাল লেটার, সিভি, রেফারেন্স লেটার দরকার হয়। শিক্ষা সনদ নিজ নিজ প্রতিষ্ঠানের রেজিস্ট্রার কর্তৃক সত্যায়িত করার পর শিক্ষা বোর্ড, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেলজিয়াম কনস্যুলেট থেকে সত্যায়িত করাতে হবে; এরপর এসব পেপার বিশ্ববিদ্যালয়ের ঠিকানা বরাবর ডাকযোগে পাঠাতে হবে।
যে বিষয়ে পড়ানো হয় এখানে: মডার্ন হিস্ট্রি, লাতিন, গ্রিক, জার্মান, আর্কিওলজি, নরডিক স্টাডিজ, কমিউনিকেশন স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স, ল, সোসিওলজি, জিওগ্রাফি, বায়োলজি, কেমিস্ট্র্রি, জেনেটিকস, মেডিসিন অ্যান্ড হেলথ সায়েন্স, প্যাথলজি, সার্জারি, ডেন্টিস্ট্রি, মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি, রেডিওলজি, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন, আর্কিটেকচার, আরবান প্ল্যানিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফার্মাসি, ভেটেরিনারি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিকস, ম্যাথমেটিকস, হর্টিকালচার ম্যানেজমেন্ট স্ট্যাটিসটিকস-সহ অনেক বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করতে পারবেন।
বেলজিয়ামের কয়েকটি বিখ্যাত ইউনিভার্সিটি হচ্ছে-
University of Ghent
www.ugent.be/en
Katholieke Universiteit Leuven
www.kuleuven.be/english
Université Catholique de Louvain
uclouvain.be/fr/index.html
Vrije Universiteit Brussel (VUB)
www.vub.ac.be/en/
Universite Libre de Bruxelles
www2.ulb.ac.be/index.html
সূত্রঃ দৈনিক সমকাল
বাঅ/এমএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন