বন্ধ হতে পারে কানাডা–আমেরিকা বর্ডার– কুইবেক প্রিমিয়ার
বন্ধ হয়ে যেতে পারে কানাডা–আমেরিকা বর্ডারের সেই অতি পরিচিত এন্ট্রি পয়েন্ট ‘রক্সহ্যাম রোড‘! সদ্য সমাপ্ত আমেরিকান নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর অনেক অভিবাসিই ‘ডিপোর্ট‘ আতংকে রয়েছেন। প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভবিষ্যৎ। আর ঠিক এসময়ই মরার ওপর খাঁড়ার ঘা‘র মতোই ঘোষণা এলো কুইবেক প্রদেশের প্রিমিয়ার ফ্রাঁনসোয়া লিগাল্ট এর পক্ষ থেকে।
সম্প্রতি কুইবেক জাতীয় সংসদের এক বৈঠকে কুইবেক প্রিমিয়ার বলেন “আমরা রক্সহ্যাম ২.০ চাইনা”। মানে, ২০১৬ সালে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর প্রায় কয়েক হাজার অবৈধ আমেরিকান রক্সহ্যাম রোড দিয়ে কুইবেক তথা কানাডায় প্রবেশ করে। এর ফলে কুইবেকের অর্থনীতিতে এর প্রভাব পড়ে মারাত্মকভাবে”। যেকোন ভাবে হয়ত কুইবেক এই অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার চেষ্ঠা করবে। এই ব্যাপারে কুইবেকের জননিরাপত্তা মন্ত্রী ফ্রাঁনসোয়া বোনার্ডেলকে সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করার নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি প্রিমিয়ারের এই ঘোষনা জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃস্টি করেছে। অনেকে মানবাধিকারের চিন্তা করলেও আবার অনেকে লিবারেল সরকারের ঢালাওভাবে বিভিন্ন দেশের ছাত্রদের ভিসা প্রদান এবং তাদের করা রিফিউজি ক্লেইম্যান্টের কথাও উল্লেখ করে বলেছেন যে “জাস্টিন ট্রুডো সরকার ইতিমধ্যেই কানাডার অর্থনৈতিক ও সামাজিক কাঠামো নড়বড়ে করে দিয়েছে, এখন যদি আরও অবৈধ আমেরিকানরাও কানাডায় আসেন তাহলে আমরা সর্বকালের সর্বাধিক সমস্যার মুখোমুখি হবো”।