প্রবাসের সংবাদ ফিচার্ড

বাংলাদেশি প্রবাসীরা তিন মাসের জন্য পরিবার সৌদি আরবে নিতে পারবেন

বাংলাদেশি প্রবাসীরা তিন মাসের জন্য পরিবার সৌদি আরবে নিতে পারবেন

২৩ আগস্ট বুধবার সচিবালয়ে  ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী জানান সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা তিন মাসের জন্য পরিবারের সদস্যদের সৌদি আরবে নিতে পারবেন। তিনি বলেন, সৌদি আরবে যারা কর্মরত রয়েছেন, তারা এখন থেকে সর্বোচ্চ তিন মাসের জন্য তাদের পরিবারের এক বা একাধিক সদস্যকে সেদেশে নিয়ে যেতে পারবেন।

হজ ব্যবস্থাপনা আরও সহজ ও গতিশীল করতে সৌদি আরবের পক্ষ থেকে ‘নসুক’ নামে একটি অ্যাপ ঢাকায় উদ্বোধন করেন তৌফিক আল-রাবিয়াহ।

অ্যাপটি ইউরোপ-আমেরিকায় আগেই চালু করা হয়েছে। এর মাধ্যমে এজেন্সিকেন্দ্রিক হজ ব্যবস্থাপনা থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার যুগে ঢুকবে বাংলাদেশ।



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন