প্রবাসের সংবাদ ফিচার্ড

অনলাইনে পাওয়া যাচ্ছে শিব্বীর আহমেদ’র ২৯টি বই

অনলাইনে পাওয়া যাচ্ছে শিব্বীর আহমেদ’র ২৯টি বই

ঢাকা: রকমারি ডট কম সহ বিভিন্ন অনলাইনে পাওয়া যাচ্ছে যুক্তরাস্ট্র প্রবাসী বিশিষ্ট লেখক-সাংবাদিক শিব্বীর আহমেদ (অরপি) এর নতুন ৫টি বই সহ ২৯টি বই। বইগুলো হচ্ছে থ্রিলার সিরিজের ৮টি বই ‘জ্বীন পরী ভালোবাসা’, ‘নীল চশমা’, ‘আর একবার যদি’, ‘লাকসাম জংশন’, ‘হিরোর হাতে নীল জোনাকী’, ‘হিরো’, ‘দেবদূত!’ ও ‘লাকি মাই লাভ’। ৪টি কাব্যগ্রন্থ ‘নীরব নদীর কান্না’, ‘আগুনমুখী!’, ‘মায়া’ ও ‘রূপালী জোছনার জল’।

৫টি সম্পূর্ণ প্রেমের উপন্যাস ‘মেমসাহেব’, ‘পুড়ে যায় মন’, ‘আগুনমুখা’, ‘সোনাপুরের সুলতানা’, ও ‘রুমাল ভালোবাসা’। মুক্তিযুদ্ধের উপন্যাস ‘অপারেশন পিএনএস লাকসাম’ ও ‘একাত্তরের যোদ্ধা’। প্রবন্ধ ‘যুক্তরাষ্ট্র জার্নাল’, ‘নির্বাচিত কলাম’, গবেষণাগ্রন্থ ‘অগ্নিঝরা শ্লোগান জয় বাংলা’, সম্পাদিত বই ‘সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশ ভাবনা’, ফটোবুক ‘অদম্য শেখ হাসিনা’, চিঠিপত্র বিষয়ক বই ‘প্রেমপত্র’। ছোটদের ছড়ার বই ’ধামীয়ান’, ‘কথায় ছড়ায় মুজিবগাথা’, শিশুতোষ গল্পের বই ‘ভয়ানক ধামী’, ভ্রমন কাহিনী ‘ক্ষণিক দাঁড়াও পথিক’ ইত্যাদি।

রকমারি ডট কম এ বইগুলো ১৪% ছাড় মূল্যে পাওয়া যাচ্ছে। কিতাবঘর, বইফেরি, ইবইঘর, বইয়েরদুনিয়া, বইবাজার, সাতদিন, বইপড়ুন, বইটই ডট কম সহ বিভিন্ন অনলাইনে বইগুলো পাওয়া যাচ্ছে। এছাড়াও বইগুলো অনন্যা, অন্বয়, সময়, তুর্য, বাংলাপ্রকাশ এ পাওয়া যাবে।



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন