বাঙালি বন্ধু প্রণব মুখার্জি |||| বিশ্বজিৎ মানিক
এপার বাংলার বাঙালি আমি
তুমি বাঙালি ওপারের
ওপার বাংলার বাঙালি হলেও
জামাতা ছিলে এপারের।
এপার বাংলার মানুষের সাথে
ছিল তোমার আত্মীয়তা
জীবন সায়াহ্নেও রক্ষিতে সম্পর্ক
করোনি কখনো অন্যতা।
শিক্ষক রূপে করেছিলে শুরু
তোমার কর্মজীবন
করেছিলে প্রথম উনসত্তর সালে
রাজ্যসভার নির্বাচন।
পিছনে ফিরে তাকাতে হয়নি
আবার কখনো তোমার
ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন
করেছিলে বারংবার।
পঞ্চাশ বছরের রাজনীতিতে
তুমি করেছ কতো সৃষ্টি
বিশ্ব দরবারে উঁচু করে মাথা
তুলে ধরেছিলে স্বীয় কৃষ্টি।
রাষ্ট্রপতির আসনে বসেছিলে
একমাত্র বাঙালি তুমি
ভারতের হলেও গর্বিত ছিল
আমার প্রিয় জন্মভূমি।
মরণে তোমার হয়ে গেছে আজ
এ দেশের প্রভূত ক্ষতি
মনে পড়ে শুধু মুক্তিযুদ্ধ কালে
শরনার্থী হবার সৃতি।
বাঙালি নিধনের পাকি বর্বরতা
তুলে ধরেছিলে কতো দেশে
সক্ষম হয়েছিলে মনোযোগ পেতে
সারা বিশ্ববাসীর নিমেষে।
সমর্থন আর স্বীকৃতি প্রদানে
তোমার কতো অবদান
কংগ্রেস নেতা বাঙালি বন্ধু
ইতিহাসে হয়ে রবে অম্লান।
০২/০৯/২০২০ খ্রিস্টাব্দ।
সিএ/এসএস
সর্বশেষ সংবাদ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন