সাহিত্য ও কবিতা

হে বৈশাখ  \\\\\ পুলক বড়ুয়া

হে বৈশাখ  \\\\\ পুলক বড়ুয়া


জীর্ণ হতে চূর্ণ হও
পূর্ণ হতে শূণ্য হও
মৌন হতে গৌণ হও
অজেয় নয়, অজয় নয়
অজিত নয়, সৃজিত নয়
মূর্ত নয়, হোক-না লয়
তফাৎ নয়, হোক-না ক্ষয়

দূরে নও, দূর হও
পরে নয়, ঘরে নয়
কোথাও নয়, বাইরে নয়—
শেষ হও, চলে যাও
সরে নয়, মরে যাও

দূর হোক অতিমারি
দূর হোক মহামারী
দূর হোক বাড়াবাড়ি
দূর হোক ছাড়াছাড়ি

বাজাও হে বৈশাখ
শোনাও হে নয়া ঢাক
নয়া হাঁক, নয়া ডাক—
কোভিড নিপাত যাক ।


সংবাদটি শেয়ার করুন