প্রবাসের সংবাদ

নিউইয়র্কে আওয়ামী লীগের বিজয় সমাবেশ

বিজয় সমাবেশ

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে :।।

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনায় চলমান কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থেই শেখ হাসিনার নেতৃত্বে বারবার সরকার দরকার। আর এজন্যেই সকলে পরম করুণাময়ের দরবারে নিবেদন করছি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু।’

বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর রাতে (বাংলাদেশ সময় ১৬ ডিসেম্বর সকাল) নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নিউইয়র্ক আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে এক বিজয়-সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সংগঠনের পদ-পদবি ব্যবহার করে ঢাকায় গিয়ে যারা চাঁদাবাজি-ধান্দাবাজিসহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন, তাদেরকেও চিহ্নিত করতে হবে। তাহলে এই প্রবাসেও আওয়ামী রাজনীতিকদের সম্পর্কে সৃষ্ট নেতিবাচক মনোভাব চিরতরে দূর হবে।’

এসময় সংগঠনের যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদারের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি ও মহানগর আওয়ামী লীগের অন্যতম ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদের মিয়া। তিনি বলেন, ‘এবারের বিজয় দিবস এসেছে নতুন করে সংকল্প গ্রহণের আহবানে। সেটি হচ্ছে দলকে সুবিধাবাদি চরিত্রের কবল থেকে রক্ষা করা এবং দুর্নীতিবাজদের সমুচিত শাস্তি প্রদান।’

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেন, নির্বাচনী অঙ্গিকার অনুযায়ী একাত্তরের ঘাতকদের বিচার চলার পাশাপাশি রাজাকারের তালিকা প্রকাশ পেল। এর ফলে একাত্তরের শহীদ পরিবারসহ মুক্তিযোদ্ধারা স্বস্তিবোধ করছেন। কারণ, অসংখ্য রাজাকার ইতিমধ্যেই লেবাস পাল্টিয়ে আওয়ামী লীগে ঢুকে পড়েছে। তালিকা প্রকাশের মধ্যদিয়ে ওদের আসল চেহারা উন্মোচিত হবে।

বিজয় দিবসের চেতনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুুল হাই জিয়া, মোস্তফা কামাল পাশা মানিক, এবি সিদ্দিক, সংগঠনের যুগ্ম সম্পাদক আশরাব আলী খান লিটন, সাংগঠনিক সম্পাদক মতিউর চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক সাহাবউদ্দিন চৌধুরী লিটন, ব্রুকলিন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ জলিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফ উদ্দিন,  আওয়ামী লীগ নেতা সায়েদুল হক, এ টি এম মাসুদ, চার্চ-ম্যাকডোনাল্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম মাসুম, এম এ বাতেন, রাসেল ভূঁইয়া ও মো. দুলাল প্রমুখ।looking-for-a-job


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − ten =