ফিচার্ড সাহিত্য ও কবিতা

বিপ্লব ঘোষ-এর কবিতা

বিপ্লব ঘোষ-এর কবিতা

রক্ত গোলাপ 


ওরা ছিল চলে গেলো

আমি আছি পড়ে
অন্য সাজে ।
এতো যাওয়া দেখেছি
ছিন্নভিন্ন  হয়ে
আর কি কিছু আছে ?

যারা আছে সুখে থাকো,ভাল থাকো
বেশিদিন বেঁচে থাকা
রক্ত গোলাপ ফুটিয়ে রাখা ।
আমি তো কবিতা
লিখতে চাইনি কোনোদিন
তবু দূর দেশে পাখি মেলেছে পাখা  ।
—————————————————-

বুকের মাঝে


মেয়ে চলে যাবে জানি

যে কোনোদিন
কতবার মনে করে
আজ নয় অন্যদিন ।
যে আসে সে-ই তো হারায়
যে নেই সে কেমন করে যায় !
যাওয়ার আগে ছোটবেলার মতো
একবার জড়িয়ে ধরবো ভেবেছি
শেষে শ্মশানে রানি বেশে ঘুমিয়ে রেখেছি ।
আমার মেয়েকে জড়িয়ে ধরা হলো না ।
—————————————————–

শেষ প্রেম


অনেক কবিতা লিখেছি
অনেক রোদ বৃষ্টি দেখেছি
অনেক পথ পেরিয়েছি
অনেক নারীকে জেনেছি
অনেক শোক,যন্ত্রণা পেয়েছি ।
অনেক দেখতে দেখতে সইতে সইতে
এখন মনে হয়
আর কবিতা নয়
মৃত্যুময়  বেঁচে থাকা
শেষ প্রেমের কাছে প্রস্তুত রাখা ।


সংবাদটি শেয়ার করুন