ফিচার্ড মত-মতান্তর

দুর্গাপূজা সার্বজনীন: প্রধানমন্ত্রী 

বাংলাদেশের-ভবিষ্যৎ-কি

দুর্গাপূজা সার্বজনীন: প্রধানমন্ত্রী 

শিতাংশু গুহ।।  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবার দুর্গাপূজা উপলক্ষ্যে বাণীতে বলেছেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সার্বজনীন অনুষ্ঠান। ধর্ম যার যার উৎসব সবার এই মন্ত্রে উজ্জ্বীবিত হয়ে আমরা সব ধর্মীয় উৎসব একত্রে পালন করি। প্রধানমন্ত্রী চমৎকার কথা বলেছেন, তাকে ধন্যবাদ। এবার বাংলাদেশে প্রায় ৩৩হাজার পূজা হচ্ছে, মোটামুটি শান্তিপূর্ণ, তবে পুলিশ প্রহরায়? 

বেশ কিছুকাল আগে সংসদে দাঁড়িয়ে মঈনুদ্দিন খান বাদল, এমপি বলেছিলেন, ‘পুলিশ প্রহরা দিয়ে দুর্গাপূজা হয়না’। সদ্য রানা দাশগুপ্ত বলেছেন, স্বাধীনতার ৫০বছর পর কেন আমাদের পুলিশ প্রহরায় পূজা করতে হবে? তিনি যোগ করেন, ‘পূজা করবো পুলিশ প্রহরায়, আবার বলতে হবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির’? কেন?

ঢাকার কলাবাগান মাঠে এবার প্রথমে পূঁজা করার অনুমতি দেয়া হয়নি, এনিয়ে মিছিল-মিটিং হয়, এরপর অনুমতি মেলে। এবারের পূজায় সেলিম ওসমান এমপি’র একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, তাতে তিনি বলেছেন, ‘অসময়, অহেতুক ঢোল বাজানো চলবে না’। সেলিম ওসমান’র কথা সবার মনে থাকার কথা, তিনিই শিক্ষক শ্যামল ভক্তকে কান ধরে উঠবস করিয়েছিলেন।

ঢাকা ওয়ারীর শঙ্খনিধি মন্দিরে এবার ভক্তরা পূঁজা করতে পারছেন না, পুলিশ বাধা দিয়েছে। ভূমিদস্যুরা নাকি মন্দিরটি দখল করে নিয়েছে? প্রশ্ন হলো, দেবোত্তর সম্পত্তি কিভাবে বেদখল হয়? ভক্তরা থেমে থাকার পাত্র নন, রাজপথেই প্রতিমা বসিয়ে পূঁজা চালিয়ে যাচ্ছেন। তাঁরা সরকার ও প্রশাসনের কাছে মন্দিরটি ফিরিয়ে দেয়ার দাবি জানান।

চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজারের শিববাড়ী প্রতিমা নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে একটি ফলের দোকান থেকে প্রকাশ্য দিবালোকে কিছু দুর্বৃত্ত ফল ছুড়ে মারতে থাকে, এতে প্রতিমার হাত ভেঙ্গে যায়। এ ঘটনায় ভক্তদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়, তাঁরা তাৎক্ষণিক বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ এসে এক দুর্বৃত্তকে গ্রেফতার করে।

ঢাকার কেরানীগঞ্জে এক পূজামণ্ডপে দূর্গা-প্রতিমায় আগুন লাগাতে চেষ্টা করলে হাজেরা বেগম, ৩০ নামের এক মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে। কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের জোয়াইল দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার শাহাবউদ্দিন কবির বলেছেন, প্রাথমিক তদন্তে মহিলা মানসিকভাবে অসুস্থ বলে জানা গেছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ সাহাপাড়া সার্বজনীন দূর্গা মন্ডপের প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ৭ই অক্টবর মণ্ডপের ভেতরে থাকা নির্মিত প্রতিমাগুলোর মুখ থুবরে পড়ে থাকতে দেখা যায়। মন্দির কমিটির কর্মকর্তা ও স্থানীয় জনগণ জানান, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা প্রতিমাগুলো ভাংচুর  করেছে।

বগুড়ার শেরপুরে চন্ডীজান গ্রামের করোতোয়া নদীর পাশে কালী মন্দিরের কালী প্রতিমা ভাংচুর হয়েছে। সোমবার ৯ই আগষ্ট রাতে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় নির্মাণাধীন দুর্গাপূজার মণ্ডপের সবগুলো প্রতিমা ভাংচুর হয়েছে বুধবার ২২ সেপ্টেম্বর, পুলিশ জানেনা কারা এ অপকর্ম করেছে? # [email protected];


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন