ফিচার্ড সাহিত্য ও কবিতা

ব্যারিকেড |||  পুলক বড়ুয়া

ব্যারিকেড |||  পুলক বড়ুয়া

( সিআরবি আন্দোলনে নিবেদিত কবিতা )


সবুজের বুক চিরে
মিলেছি তো সাতমাথা ।
আমাদের মস্তকে

সবুজিমা ছায়াছাতা ।


বাতাসকে বেঁচে দিতে
এক পায়ে খাড়া কারা ?
ওদেরকে দৌড়াতে

বুক পেতে রুখে দাঁড়া ।


আমাদের নিঃশ্বাস
কেড়ে নিতে আসে তারা ।
ছুটে আয় সব্বাই
তাড়াতাড়ি সব তাড়া ।

নিরিবিলি আলোছায়া
নির্জন কায়ামায়া
ফুসফুস কিনে নেবে,
বেনিয়ারা কী বেহায়া ।

প্রতিবাদ-প্রতিরোধে
সন্ধিকে যাই দলি :
ফোটাবোই বুনোপথে
কুসুমিত কথাকলি ।

আশ্বাসে—বিশ্বাসে
নেই তো আর আস্থা;
আমাদের হাতে আছে
একটাই এ রাস্তা ।

আমরা এ ভূস্বর্গে
চলমান ব্রিগেড;
আমরাই পদাতিক
দিয়েছি এ ব্যারিকেড । ‌


সংবাদটি শেয়ার করুন