ফিচার্ড শিক্ষাঙ্গন

বাংলাদেশের ছেলেমেয়েদের আবারো বিশ্বজয়!

বাংলাদেশের ছেলেমেয়েদের আবারো বিশ্বজয়!
জনস্বাস্থ্য বিষয়ক সবথেকে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার প্রথম পাঁচটি দলের মধ্যে পৌছে গেলো বাংলাদেশ। বিশ্বের জনস্বাস্থ্যের অন্যতম কেন্দ্রীয় এবং নিয়ন্ত্রক সংস্থা দ্য আমেরিকান সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের (এএসটিএমএইচ) এর সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা- ASTMH ইনোভেশন পিচ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম যুব-গবেষণা কেন্দ্র ফ্যালকন একাডেমী অফ সায়েন্সসের একটি দল ফাইনালিস্ট তালিকায় স্থান করে নিয়েছে। পুরো পৃথিবীর সনামধন্য গবেষক, শিক্ষক, হতে শুরু করে পাবলিক হেলথ এক্সপার্টরা এতে অংশ নেয়। এই প্রতিযোগিতায় বাংলাদেশের একটি দল ফাইনালে জায়গা করে নিয়ে ব্যাপক গর্ব বয়ে এনেছে।
ফ্যালকন একাডেমি অফ সায়েন্সেসের ১৭-১৯ বছর বয়সী সাত সদস্যের এই দলটি বিশ্বের বৃহত্তম জনস্বাস্থ্য উদ্ভাবনী মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। তাদের মধ্যে রয়েছে জনস হপকিন্স ইউনিভার্সিটির কাজী আহনাফ সাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাফিজ বাশার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অংকন দে অনিমেষ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে রাবেয়া বিনতে আলী, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আহনাফ ইলমান, ঢাকার নটরডেম কলেজ থেকে তালহা জুবায়ের ও আবরার জাহিন তুষার। আগামী ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর, ২০২২ এ বার্ষিক সভাটি অনুষ্ঠিত হবে এবং তাতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে ফাইনালিস্ট টিমগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্টেটে পাড়ি দিবে। উনিশ বছরের মধ্যেই এরকম সাফল্যের ছোঁয়া পাওয়ায় দলের সকলে গর্বিত। দলের অংকন তার উচ্ছ্বাস প্রকাশ করেন এভাবে- “দেশকে আন্তর্জাতিক দরবারে প্রতিনিধিত্ব করার ইচ্ছেটা আগে থেকেই ছিল, করার সুযোগ ও হয়েছিল আগে। তবে এবার প্রতিযোগিতাটা ছিল ঐ ফিল্ডের অন্যতম এক্সপার্টদের সাথে। ফাইনালের জন্য ভালোমতই প্রস্তুতি নিচ্ছি আমরা। চ্যাম্পিয়ন টাইটেল নিয়ে যেন ঘরে ফিরতে পারি, সেটাই মূল লক্ষ্য। এরজন্য দেশবাসীর নিকট দোয়া চাই।” দলের নাফিজ বাশার জানিয়েছেন তাদের যাতায়াতের খরচ তোলার জন্য তারা বিভিন্ন সংস্থার সাথেও যোগাযোগ করছেন। “কেউ এগিয়ে আসলে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেওয়াটা সহজতর হবে”।
উল্লেখ্য, নানা ধরণের উদ্ভাবনী কার্যক্রম পরিচালনার ফলে CrunchBase এর তথ্যমতে স্টেম (STEM-Science Technology Engineering Mathematics) শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী কোম্পানিগুলোর মধ্যে ফ্যালকন এখন সারাবিশ্বে প্রথম। ফ্যালকনের অধীনে গবেষণা থেকে এই বিশ্বজয় হোক তরুণ্যের এক মাইলফলক।
A team from Falcon Academy of Sciences has recently secured their position as a finalist in the ASTMH Innovations Pitch Competition, the most prestigious Public Health competition by The American Society of Tropical Medicine and Hygiene. The Competition selects five teams every year from all around the globe with the most impactful innovative ideas in the public health sector to participate in a rapid-pitch session.
This year, these five finalists’ teams will be pitching their innovative ideas for a monetary prize at the ASTMH Annual Meeting ‘22, to be held in front of a live audience. The teams will be flying to the Washington State Convention Center in Seattle, WA, USA, to participate in the Annual meeting that will be held from October 30 to November 3, 2022.
ASTMH being the central hub and the controlling body of public health in the world, this team brought massive success to Bangladesh. The group of 17-19-year-olds from the Falcon Academy of Sciences will represent Bangladesh at the most significant public health innovation stage in the world, includes Kazi Ahnaf Saad from Johns Hopkins University, Ankon Dey Animesh from Chittagong University of Engineering and Technology, Nafiz Basher from the University of Dhaka, Rabeya Binte Ali from Bangladesh University of Professions, Ahnaf Ilman from Dhaka Residential Model College, Talha Zubair and Abrar Jahin Tushar from Notre Dame College, Dhaka.
সংবাদটি শেয়ার করুন