উশৃংখল আচরণ সর্বস্তরে আজ – দানা বেঁধেছে বাসা
নিয়মের গণ্ডি অতিক্রম করেছে – কতেক সর্বনাশা
মানছে না তারা প্রথাটুকু আর – শাস্ত্রে বর্ণিত নির্দেশ
সবকিছু যেন করে দিল ছাই – নেই কিছু অবশেষ।
বড়ভাই যাঁরা মৌন রয়েছে – বলছেনা কোন কথা
ভাবছে না কেহ অনুজটি তাঁর – ভেঙে দিতেছে মাথা
ভয়ে ভীত হয়ে করছে না মানা – শিষ্টাচার হারিয়েছে সমাজ
দাদাদের সময়ে চলেনি কখনো – নীতি হীন এসব কাজ।
সাত্ত্বিক আচরণ কোথা গেছে আজ – পাচ্ছি না তাকে খুঁজে
অনাচারগুলো দেখে যেন পথে – হাঁটা হয় চোখ দুটো বুঝে
সংস্কৃতি আজ নিমজ্জিত হয়েছে – ভেসে উঠা মহা দায়
ডুবে গেছে যাহা ভাসবে কি আর – আসবে কি ফিরে পুনরায়?
পূজার প্যান্ডেলে অশালীন গান আর – সাউণ্ডের তাণ্ডব
কেঁপে উঠে বুক হৃদরোগী যাঁরা – সাথে কাপে পুরো মণ্ডপ
ভক্তির গান আছে ঠাঁসা বেশ – ধারছেনা কেউ তার ধার
নিয়ন্ত্রিত আলোকে মণ্ডপগুলো – হয়ে যায় কালো আঁধার।
এখনো আছে সময়, শুধরানো যাবে – হয়ে যাও সুশৃঙ্খল
সকলের তরে শুভ হবে ফল – সমাজের হবে মঙ্গল
পরিহার করো জৌলুশ যদি – কলুষিত হবে কেন সনাতন?
শাস্ত্রীয় বাণী পাঠ করো সবে – অন্তরে করো প্রতিপালন ।
১৭/০২/২০২১ খ্রিস্টাব্দ।