করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সৌদি আরবের মক্কা ও মদিনায় কারফিউ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বিদ্যমান থাকবে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল আজিজ বিন সৌদ আল সৌদ বৃহস্পতিবার এ ঘোষণা দেন। খবর গালফ নিউজের
তিনি বলেন, করোনাভাইরাসের বিস্তার মোকাবেলার কঠোর পদক্ষেপ হিসেবে মক্কা ও মদিনায় কারফিউ জারি করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কারফিউয়ে দুটি শহরে সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ফার্মেসি, খাবারের দোকান, জ্বালানি স্টেশন এবং ব্যাংক এর আওতার বাইরে থাকবে।
তিনি বলেন, কারফিউয়ে মক্কা ও মদিনার অধিবাসীরা প্রয়োজনীয় জিনিস কিনতে শুধু ঘরের বাইরে যাওয়ার অনুমতি পাবেন।
সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে করোনায় ২১ জন মারা গেছেন এবং মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৮৫ জন।
সি/এসএস