মরদেহ কাঁধে ২ কিলোমিটার হাঁটলেন নারী পুলিশ
ধান ক্ষেতে পড়েছিল অজ্ঞাত লাশ। সেই লাশের শেষকৃত্যের জন্য কিছু লোক প্রয়োজন। কিন্তু কেউ তা দেখে এগিয়ে আসেননি। খবর পেয়ে ছুটে এরেন এক নারী পুলিশ কর্মকর্তা। ওই নারী পুলিশ কর্মকর্তা লাশের খাটিয়ার এক পাশ ধরেন। তাকে দেখে এক ব্যক্তি আরেক পাশ ধরেন। আর এই মরদেহ সৎকারের জন্য কাঁধে তুলে দুই কিলোমিটার হেঁটে গেলেন ওই নারী পুলিশ কর্মকর্তা। ঘটনা ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলার পালাসা শহরের।
এ ঘটনার ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল। সবাই এখন ওই নারী কর্মকর্তার প্রশংসায় পঞ্চমুখ। এই নারী পুলিশ কর্মকর্তার নাম কে সিরিশা। অন্ধ্র প্রদেশের পালাসাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত তিনি।
ভিডিওতে দেখা যায়, কে সিরিশা খাটিয়ায় লাশ কাঁধে নিয়ে ধান ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে চলেছেন। তাকে সাহায্য করছিলেন আরেক ব্যক্তি। এই দুজনে মিলেই লাশ সৎকারের জায়গায় নিয়ে যান। তখন একজনকে বলতে শোনা যায়, ম্যাডাম ছেড়ে দিন। জবাবে কে সিরিশা বলছিলেন, সমস্যা নেই, সব ঠিক আছে।
সূত্র: এনডিটিভি |বিডি প্রতিদিন
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন