প্রবাসের সংবাদ ফিচার্ড

মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন

মাদ্রিদস্থ-বাংলাদেশ

মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শুধু দেশে নয়, বিদেশের বাংলাদেশ দূতাবাসগুলোও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান উদযাপন করেছে। তার ব্যাতিক্রম ছিলো না মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস। পদ্মা সেতুর শুভ উদ্বোধন উদযাপন উপলক্ষ্যে শনিবার দূতাবাস প্রাঙ্গনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূতাবাস মিলনায়তনে পবিত্র কোরআন থেকে তিলওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এসময় সমসাময়িক বাংলাদেশ নিয়ে একটি প্রামাণ্য চিত্রও প্রদর্শন করা হয়।

বিশেষ অনুষ্ঠানে স্পেন প্রবাসী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। বাংলাদেশের বৃহত্তম ভৌত অবকাঠামো পদ্মা সেতুর সফল বাস্তবায়ন ও শুভ উদ্বোধনের জন্য বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপ ও দৃঢ় নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, আজ আমি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরন করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে আজ এক বিশাল মাইলফলক অর্জিত হয়েছে। পদ্মা সেতু বাংলাদেশের রাজনৈতিক মর্যাদা, স্বনির্ভরতা, সাহস, সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক। বিশ্বে আমাজনের পরে ২য় বৃহত্তম ক্ষরস্রোতা পদ্মা নদীর উপরে সেতু নির্মাণ করে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এসময় তিনি পদ্মাসেতু নির্মানে প্রবাসীদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরন করেন। তিনি তাঁদের বৈধভাবে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে ভবিষ্যতেও বাংলাদেশ গঠনে আত্মনিয়োগ করার জন্য উদাত্ত আহবান জানান। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে স্পেন প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার ওপরেও গুরুত্ব আরোপ করেন।

বিশেষ অনুষ্ঠানে স্পেন প্রবাসী বিভিন্ন বাংলাদেশী সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক প্রতিনিধিবৃন্দ এবং দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের রূহের মাগফিরাত, পদ্মা সেতুর স্থায়ীত্ব এবং দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষ্যে রাষ্ট্রদূত আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে একটি কেক কাটেন। অতিথিদেরকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

এফআই/সিএ

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন