দেশের সংবাদ

পদ্মা সেতু উদ্বোধন: কমলগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন

পদ্মা সেতু উদ্বোধন: কমলগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্বপ্নের “পদ্মা সেতুর ” শুভ উদ্বোধন অনুষ্ঠান স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি সম্প্রচার উপভোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ. কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, আনন্দ মোহন সিনহা, জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ সানোয়ার হোসেনসহ সরকারী কর্মকর্তা, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। সবশেষে মণিপুরি ললিতকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে, শনিবার বিকাল ৫টায় বাংলাদেশ পুলিশ কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করে। র‌্যালীটি কমলগঞ্জ সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে থানায় এসে শেষ হয়। র‌্যালী শেষে থানা সম্মূখে এক পথসভার আয়োজন করা হয়। এসময় কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, ওসি(তদন্ত) আব্দুর রাজ্জাক, কমলগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসীদ আলী, সাংবাদিক মুজিবুর রহমান, সাজিদুর রহমান সাজু, মো: মোস্তাফিজুর রহমান, পিন্টু দেবনাথ, সাদিকুর রহমান, রুহুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

cbna24-7th-anniversary
সংবাদটি শেয়ার করুন