বিশ্ব

মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

মানব উন্নয়ন সূচক-২০১৯ এ বিশ্বের ১৮৯ দেশের মধ্যে বাংলাদেশ এক ধাপ এগিয়ে ১৩৫তম অবস্থানে উঠে এসেছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আজ এই প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেশি দেশ মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও আফগানিস্তানে চেয়ে উচ্চতর অবস্থানে থাকলেও শ্রীলংকা, ভারত ও ভুটানের চেয়ে নিচে রয়েছে বাংলাদেশ। গত বছরে বাংলাদেশের অবস্থান ছিলো ১৩৬।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব মুহাম্মাদ নুরুল আমিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমেদ, ড. হোসেন জিল্লুর রহমান ও ড. ফাহমিদা খাতুন প্রমুখ যৌথভাবে প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন।
রাজধানীর শের-ই-বাংলানগরস্থ এনইসি সম্মেলন কক্ষে প্রতিবেদনটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার দেশ থেকে দারিদ্র্য বিমোচন করতে চায়। দারিদ্র্যের হার ৪২ শতাংশ থেকে কমে ২০ শতাংশ হয়েছে। এতে মনে হচ্ছে, আমরা তা করতে সক্ষম।looking-for-a-job

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + three =