মানব কল্যাণ ! || বিশ্বজিৎ মানিক
মানব কল্যাণ! || বিশ্বজিৎ মানিক
ফেসবুকে দেখা গেল – এক ডজন আলু
গরীবের মাঝে বাটে – দুই ডজন দয়ালু।
আমার মনে হলো – কিছু কথা লিখি
ব্যবহার বংশের পরিচয় – তাদের কাছেই শিখি।
ধান্দাবাজ, চাপাবাজ – দুষ্ট সবে মিলে
গরীবেরে ধোঁকা দেয় – তারা কোন দিলে?
ছবিটি নাকি তোলা – করোনার আগে
খাবারের প্রয়োজনে – আগেই তা রাঁধে।
লজ্জার মাথা খেয়ে – দাতা হলো যেন
করোনার আগে হলে – মাস্ক পড়া কেন?
গরীবেরে নিয়ে যতো – ধান্ধাবাজী হয়
মানুষেরা কেন তাহা – নিরবে যে সয়?
ধোঁকাবাজ, ধান্ধাবাজ – সব কটি মিলে
মানুষেরে নিয়ে তারা – সারাদিন খেলে।
মানুষ মানুষের জন্য – কথা যতো সত্যি
কোন কালেই ছিল না তা – মিথ্যা এক রত্তি।
দুঃখের সময়ে মানুষ – সাহায্যের প্রত্যাশি
তাহা নিয়ে ধান্ধাবাজী – কেন মিছামিছি?
ভালো মানুষ যারা আছেন – সমাজে এখনও
অসহায়ের সঙ্গ ত্যাগ – করে না কখনও।
পরিচ্ছদ পোশাকে মানুষ – চেনা বড় ভার
মহত্ত্ব প্রকাশ পায় – গুণ আছে যার।
গুণের মহিমা আছে – যার যতো বেশি
আচার বিচারে তারা – হয় না তো মেকি।
মানুষের তরে যার – ভালোবাসা আছে
আপদে বিপদে মানুষ – তার কাছেই আসে।
অপরের কল্যাণ সাধন – মহত্তের ধর্ম
তাইতো তারা করেন – সামাজিক কর্ম ।
সমাজ কল্যাণে করো – ভনিতা বর্জন
তাহা হলেই করে নেবে – শ্রেষ্ঠত্ব অর্জন।
অপরের কল্যাণে যারা – হয় না বিফল
তারাই প্রকৃত মানুষ – সমাজে সফল।
ভোগে যিনি আছে বুঝেন – প্রকৃতই সুখ
সুখ কি যে বুঝে না সে – সত্যিই দুর্মুখ।
উপহাস পরিহাস – সব কিছু ছেড়ে
বেঁচে থাকি পরস্পর – সহমর্মি হয়ে।
মানব কল্যাণ -প্রকাশিতঃ ০৮/০৫/২০২০ খ্রিস্টাব্দ ।