সাহিত্য ও কবিতা

মানুষ কেন ফানুস ?  ।।।। বিশ্বজিৎ মানিক


মানুষ কেন ফানুস ? 
-বিশ্বজিৎ মানিক

একুশে টেলিভিশনে – নয় জুনে প্রকাশ
বাংলাদেশের ভাগ্যাকাশে – একি সর্বনাশ?


ঘটনার আকস্মিকতায় – হতবিহ্বল হই
উক্তরূপ অনাচার – কেমনে যে আর সই?

নির্মমতায় নিশিদিন – ফেলছে করে গ্রাস
মাথায় যেন ভেঙ্গে পড়ে – মহাবিশ্বের আকাশ।

পুত্রকন্যা ভাইবোন আর – আত্মীয়স্বজন

সবাই কেন অবিশ্বাসী – বিশ্বাসভাজন ?

মৃত্যুকালে যদিনা কারো – অনুকম্পা থাকে
সুসময়ে কেন সবাই – সম্পর্কটা রাখে ?


ডাঃ মহিউদ্দিন ছিলেন – নামকরা চিকিৎসক
ইব্রাহিম মেডিকেল কলেজের – যিনি ছিলেন শিক্ষক।


মাইক্রোবায়োলজি বিভাগের – তিনি অধ্যাপক
সেইসূত্রে সমাজে ছিল তাঁর – পরিচিতি ব্যপক।


করোনায় মরণে হলেন – বেওয়ারিশ লাশ

স্বজন পরিজন কেহ –  ভিরে নাই তাঁর পাশ।


রেডক্রিসেন্ট হাসপাতালে – করেন মৃত্যু বরণ
এলোনা আত্মীয়, অভিভাবক  কেহ – করতে দাফন!


যোগাযোগ মাধ্যমে তুলেন – নিখিল দাশ অনিক
এর থেকে জানা হলো – আমারও তা খানিক।


হাসপাতালে পাওয়া গেলো – কতোগুলো নাম্বার
দেখা যায় স্বজন তাঁর – আছে এক ‘ আম্বার ‘।


ঔরসজাত পুত্র আছে – কানাডায় বসে
ভিডিওটা পাঠাতে বলে – দাফনের শেষে !


দেশে তার কে কে আছে – বলে নাই কিছু
শিক্ষা ডিগ্রি আছে তার – মন কতো নিচু ?


মৃতের ভাই নাকি এক – পদস্থ অফিসার
কর্মচারী পাঠালেন করতে – দাফনের সুসার।


শেষ ঠিকানা হলোনা তাঁর – নিজের জন্ম মাটিতে
দাফন তাঁকে করা হলো – রায়ের বাজার বধ্যভূমিতে।


থাকতে নিজের কতো ভ্রাতা – পুত্র আপনজন
মাটি দিতে হলো তাঁকে – স্বেচ্ছাসেবী সংগঠন।


কোথা গেলো মানবতা – বলো দেখি হায় !
কিভাবে সব আপনজন – পর হয়ে যায় !


উচ্চশিক্ষা প্রতিপত্তি – করছে তৈরি ফানুস
মানবিক শিক্ষা দিলেই – হয়ে যেতো মানুষ।


১৪/০৬/২০২০ খ্রিস্টাব্দ।


 

 

সি/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন