প্রবাসের সংবাদ ফিচার্ড

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে শ্বাসরোধে হত্যা, ছয়জন আটক

খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার
প্রতিকী ছবি

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইয়ান জেলায় এক বাংলাদেশি শ্রমিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে ইয়ানের তেরোই এলাকার একটি বাড়ি থেকে ওই শ্রমিকের (৩৭) মরদেহ উদ্ধার করে পুলিশ।

দেশটির নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, ইয়ান জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ হামিজি আবদুল্লাহ জানান, নিহতের গলা ও ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার দিয়ে গলা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দেরিতে কাজে যাওয়া নিয়ে সহকর্মীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ড ঘটে। এক পর্যায়ে সহকর্মী ক্ষিপ্ত হয়ে বৈদ্যুতিক তার দিয়ে ভুক্তভোগীর গলা চেপে ধরেন, কিছুক্ষণ পরেই তিনি অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে ওই সহকর্মী নিজেই থানায় গিয়ে পুরো ঘটনা জানিয়ে আত্মসমর্পণ করেন।

একতলা ওই বাড়িতে সেতু নির্মাণ প্রকল্পে কর্মরত দুই মালয়েশিয়ান ও পাঁচজন বাংলাদেশি শ্রমিক একসঙ্গে থাকতেন। ঘটনার পর পুলিশ দুই মালয়েশিয়ানসহ মোট ছয়জনকে (বয়স ২৯ থেকে ৪৪ বছর) আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার, একটি দা এবং একটি রড উদ্ধার করা হয়েছে।

সুপারিনটেনডেন্ট মোহাম্মদ হামিজি বলেন, ঘটনাটি হত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে। আটক ব্যক্তিদের শনিবার (২৫ অক্টোবর) আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

সূত্র : মানবজমিন

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

সংবাদটি শেয়ার করুন