সাহিত্য ও কবিতা

মুঠোগুচ্ছ / পুলক বড়ুয়া

মুঠোগুচ্ছ
পুলক বড়ুয়া
উন্মুখ
আঙুলের কী দোষ
ওষ্ঠের কী পাপ
তোমার চোখের পাতার তো
কোন দোষ নেই
অধরের কী দোষ, নির্দোষ,—অধরা :
অপরাধহীন
তোমার বুকের ওঠানামা, ধুকপুক
আমি ডাক্তার নই
আমি সব জানি
আমি সব বলে দেব
একবুক উন্মুখ সুখদুখ
আমাকে মাপতে দাও শুধু !
স্তূপ
তুমিই শেখালে
তুমিই দেখালে
দেহের দেয়ালে
যুগল খেয়ালে
হৃদয়ের রূপ
মন দেখে খুব
দেহখানা চুপ,
তরঙ্গ স্তূপ ।
শিরোনামহীন
.
তুমি কী মেঘবতী !
তুমি কী গোপন জল ?
তুমি কী নিষিদ্ধ জল ?
মাতাল জল !
জল
দূরে জেগে আছে কেউ
দূর থেকে আসে তার ঢেউ
কূলহারা কূলে
কার দুচোখের জলফুলে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 20 =