সাহিত্য ও কবিতা

মুঠোগুচ্ছ / পুলক বড়ুয়া

পুলক বড়ুয়া
মুঠোগুচ্ছ
দখল
ইসরায়েল গাজা এবং
জেরুজালেম দখল করতে পারে :
আমি তো আর গাঁজাখোর নই যে,
তোমার হৃদয় দখল করবো ?
মারণাস্ত্র
হৃদয় এমন এক মারণাস্ত্র
সে মানে না কোনো শাস্ত্র !
হৃদরোগ
তোমার হৃদয়ের দুর্বলতার খবর কী ?
তুমি একজন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হও :
তিনি তোমার হৃদয়ের জটিলতা টের পাবেন ।
তুমি এত দেরী করছো কেন
তুমি  কি তোমার নিজেরও সর্বনাশ করতে চাও !
শ্রীমতি
কে না ভালোবাসে বলো, সোহাগী সময় ?
আমিও ভেসেছি ভালো শ্রীমতি হৃদয় ।
জনাবা হৃদয় বড়ো সদয় বেগম ;
দেখিয়া ময়ুরপুচ্ছ খুলেছে পেখম !
বউ
ঐ দেখা যায় পালকি,
বউ সাজবে কাল কি ?
আমার বাড়ি
সাগরদাঁড়ি—
মধুকবির দেশে,
আসবে ভালোবেসে ?
জার্নাল
দেশ বুঝি
রাষ্ট্র বুঝি না।
মানুষ বুঝি
জনসংখ্যা বুঝি না।
রক্ত বুঝি
রাজনীতি বুঝি না।
ভালোবাসা বুঝি
অন্য কিছু বুঝি না।
———————————————————————————————————————————————————————————
সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 1 =