বিশ্ব

মোদির আমন্ত্রণে ভারতে আসছেন ট্রাম্প!

মোদির আমন্ত্রণে ভারতে আসছেন ট্রাম্প!

মোদির আমন্ত্রণে ভারতে আসছেন ট্রাম্প!  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ট্রাম্পের ভারত সফরের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। অভিশংসন প্রস্তাব নিয়ে ভোটাভুটির তারিখ এখনো ঠিক হয়নি বলেই মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের দিনক্ষণ নির্ধারণ করা যায়নি। মার্কিন কংগেসে ট্রাম্পের অভিশংসন ভোটাভুটির চূড়ান্ত হওয়ার পর এ সফর সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। খবর এনডিটিভির।

মোদির আমন্ত্রণে ভারতে আসছেন ট্রাম্প! ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে উপস্থিত থাকার জন্য গত বছরের ২৬ জানুয়ারি ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি। তবে শেষ পর্যন্ত তার ওই সফর বাতিল করা হয়। মার্কিন কর্মকর্তারা তখন জানিয়েছিল, রাষ্ট্রীয় জরুরি ভাষণের দিন নির্ধারিত হওয়ায় ট্রাম্পের ভারত সফর বাতিল করা হয়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাবের ক্ষেত্রে এই সপ্তাহেই ভোটাভুটি হবে বলে জানা গেছে। যা নিয়ে চাপে রয়েছেন ট্রাম্প। এই ভোটাভুটিতে কী হয় তার উপরেই নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ।

 

আরও পড়ুনঃ রোমহর্ষক: নবজাতক শিশুকে কামড়ে খেল কুকুর!

আরও পড়ুনঃ ‘হোটেল রোজ ভ্যালিতে বসে হামলার পরিকল্পনা করে ৭ জন’

আরও পড়ুনঃ বাসে ঘুমিয়ে ২১ বছর!

আরও পড়ুনঃ নীল নদের মালিক কে?

আরও পড়ুনঃ ‘সুখ’ বুঝতে ৯ মিলিয়ন ডলার দান!

আরও পড়ুনঃ পরিচালকের রুম থেকে বেরিয়ে অঝোরে কাঁদলেন নায়িকা

আরও পড়ুনঃ নিউইয়র্কের হোটেলে বাংলাদেশি তরুণীর মৃত্যু

আরও পড়ুনঃ বাণিজ্যিক উদ্দেশে মুজিববর্ষের লোগো ব্যবহার করা যাবে না

আরও পড়ুনঃ বাংলাদেশের বিরুদ্ধে অ্যামনেস্টির ভয়ানক ষড়যন্ত্র!

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com 

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 12 =