মৌলভীবাজারে গণহত্যা দিবস উপলক্ষে শহিদদের স্মরণে স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন
মোমবাতি প্রজ্বলন করে ৭১’র ভয়াল ২৫ মার্চের কালরাতের গণশহীদদের স্মরণ করেন বীর মুক্তিযোদ্ধাদের।
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখস্থ কেন্দ্রীয় শহিদ স্মৃতিসৌধে জেলা প্রশাসন আয়োজনে গণহত্যায় নিহত বীর শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করা হয়।
মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান এর নেতৃত্বে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও জেলার বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাগণ।
২৫ মার্চ শুক্রবার রাত ৯ টা পাঁচ মিনিটে মৌলভীবাজার জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সাধারণত মানুষও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে অংশগ্রহণ করে।