কানাডার সংবাদ

মৌলভীবাজারে সাংবাদিকদের হ্যান্ড স্যানিটাইজার দিলেন কানাডা প্রবাসী শান দে

 

মৌলভীবাজারে সাংবাদিকদের হ্যান্ড স্যানিটাইজার দিলেন কানাডা প্রবাসী শান দে ।। মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে মাঠে ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন গনমাধ্যম কর্মিরা। এমন অবস্থায় মৌলভীবাজার প্রেসক্লাব সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার দিলেন রানী ( রাধিকা- নীহার) ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী  শান দে ।

আজ শুক্রবার (১৫ মে) বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব কার্যালয়ে মহেশ্বরী মৌলভীবাজারের সহযোগীতায় কানাডা প্রবাসী শান দে এর পক্ষে অমিত রায় ও চমক ধরের কাছ থেকে এসব হ্যান্ড স্যানিটাইজার গ্রহন করেছেন প্রেসক্লাব সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক পান্না দত্ত । এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম শেফুল, সাবেক সহ সভাপতি সৈয়দ মহসীন পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ উমেদ আলী।
উল্লেখ্য এর আগে রানী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী শান দে এর সহায়তায় এবং মহেশ্বরী মৌলভীবাজারের সহযোগীতায় হ্যান্ড স্যানিটাইজার সদর মডেল থানা ও গোয়েন্দা পুলিশকে দেয়া হয়েছে। এছাড়া হত দরিদ্র শতাধিক পরিবারের মধ্যে খাদ্য উপহার বিতরণ করা হয়েছে।

মৌলভীবাজারে খাদ্য সামগ্রী বিতরণ

রানী ( রাধিকা- নীহার) ফাউন্ডেশন কানাডা এর প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী শান দে এর অর্থায়নে “মহেশ্বরী ” পূজা পারিষদ এর সার্বিক সহযোগীতায় করোনা পরিস্থিতি তে ১০০ এর উপর পরিবারকে সামাজিক দুরত্ব বজায় রেখে উপহার সামগ্রী দেওয়া হয়েছে।

রোজ শুক্রবার সকালে শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই ত্রাণ সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়

এ সময় “মহেশ্বরী ” পূজা উৎযাপন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী দিনগুলোতেও অসহায় পরিবার এর পাশে দাড়ানোর আশা ব্যাক্ত করেন “রানী “ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শান দে, ও “মহেশ্বরী” পূজা উৎযাপন পরিষদ।

 

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন