প্রবাসের সংবাদ ফিচার্ড

যুক্তরাষ্ট্রে দীর্ঘ হচ্ছে বাংলাদেশী রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের তালিকা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ হচ্ছে বাংলাদেশী রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের তালিকা

আমেরিকার নানা অঙ্গরাজ্যে এখন নতুন এক বাস্তবতার মুখোমুখি বাংলাদেশি কমিউনিটি। যেখানে বাংলাদেশের রাজনীতি, ক্ষমতার লড়াই, আর অপরাধের ইতিহাসে নাম জড়ানো বহু মানুষ নিয়েছেন আশ্রয়। কারও কাঁধে দুর্নীতি মামলা, কারও নামে সন্ত্রাস বা চাঁদাবাজির অভিযোগ, আবার কেউ কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি করে আশ্রয় নিতে ছুটেছেন মার্কিন ভূমিতে। এই দীর্ঘ তালিকার ভেতর আছে সাংবাদিক, গায়ক, শিল্পী, ক্রিকেটার, ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি, এমনকি সাবেক মন্ত্রীও।

বর্তমান সরকারের যুগে মামলা কাঁধে নিয়ে পালিয়ে আসা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী এখন যুক্তরাষ্ট্রে এসাইলাম বা মানবিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন। তাদের দাবি, দেশে ফিরে গেলে তারা রাজনৈতিক নিপীড়নের শিকার হবেন। অপরদিকে, পূর্বের সরকারের সময় মামলা মাথায় নিয়ে পালিয়ে আসা বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীরাও একই যুক্তিতে আশ্রয় চাইছেন। যেন দুই মেরুর রাজনীতি এসে মিলেছে আমেরিকার অভিবাসন দপ্তরের সামনে দাঁড়িয়ে থাকা এক লাইনে।

এই বাস্তবতা আমেরিকার বাংলাদেশি কমিউনিটির ভেতরে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে। কেউ মনে করছেন রাজনৈতিক প্রতিহিংসার মামলায় অভিযুক্ত মানুষগুলো ন্যায়বিচারের সন্ধানে বিদেশে আশ্রয় নিচ্ছেন। আবার অন্যদের চোখে এদের কেউ কেউ বৈধ বিচার এড়ানোর জন্যই পালিয়েছেন। এর মাঝে অভিবাসন অফিসগুলোতে জমে থাকছে শত শত কেস, যার প্রতিটিই বহন করছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার টানাপোড়েন।

সাধারণ প্রবাসী বাংলাদেশীরা জানান, “আমরা এখানে পরিশ্রম করে কমিউনিটির ভাবমূর্তি গড়ে তুলেছি। আমরা চাই না বাংলাদেশের রাজনৈতিক বিরোধ এখানে এসে আমাদের সমাজকে নোংরা করুক।

আবার কেউ কেউ বলছেন, দেশ ছেড়ে, পরিবার ছেড়ে থাকতে সবারই কষ্ট হয়। দেশে অনেকের জীবন ঝুঁকিতে ছিল, তাই তারা পালাতে বাধ্য  হয়েছে। প্রতিহিংসার এসব রাজনীতি বন্ধ হওয়া উচিত।

এদেশে এসে অনেকেই নতুন জীবন শুরু করলেও দেশের মামলার ছায়া যেন তাদের পিছু ছাড়ে না। আদালতের নথি, রাজনৈতিক প্রেক্ষাপট, মিডিয়া রিপোর্ট, মানবাধিকার সংস্থার মতামত মিলিয়ে তাদের ভবিষ্যৎ নির্ধারণ হবে আমেরিকার অভিবাসন ব্যবস্থার ডেস্কে বসে থাকা কর্মকর্তাদের হাতে।

সূত্রঃ প্রথম আলো

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন