ফিচার্ড সাহিত্য ও কবিতা

যুদ্ধ ও শান্তি |||  পুলক বড়ুয়া

যুদ্ধ ও শান্তি |||  পুলক বড়ুয়া


তুই যুদ্ধবাজ
তুই অস্ত্রবাজ
তুই দাঙ্গাবাজ

তুই চালবাজ


তুই যুদ্ধ চাস
তুই অস্ত্র চাস
তুই ধ্বংস চাস
তুই ক্ষতি চাস
তুই স্বস্তি খাস

তুই শান্তি খাস


তুই সশস্ত্র

আমি নিরস্ত্র


আমি শান্তিবাজ
আমি স্বস্তিবাজ
আমি শান্তিজীবী
আমি স্বস্তিজীবী
আমি শান্তিকামী
আমি স্বস্তিকামী
আমি শান্তিগামী

আমি স্বস্তিগামী


তুই যুদ্ধকামী
তুই অস্ত্রকামী
তুই যুদ্ধগামী
তুই অস্ত্রগামী
তুই যুদ্ধজীবী
তুই অস্ত্রজীবী
তুই যুদ্ধপ্রিয়
তুই অস্ত্রপ্রিয়
তুই যুদ্ধবাদী

তুই অস্ত্রবাদী


আমি শান্তিবাদী
আমি স্বস্তিবাদী
আমি শান্তিপ্রিয়
আমি স্বস্তিপ্রিয়
আমি স্বস্তি দেব

আমি শান্তি নেব


আমি যুদ্ধ খাব

আমি শুদ্ধ হব


আমি যুদ্ধবাজি
আমি অস্ত্রবাজি
আমি ভাঁওতাবাজি
আমি আওতাবাজি
আমি নফলবাজি

আমি দখলবাজি


সব ফেলে—হাতে নেব—পুষ্পের সাজি
তারপর মন দিতে—সন্ধিতে—রাজি !
সংবাদটি শেয়ার করুন