ফিচার্ড সাহিত্য ও কবিতা

রঙিন রং ||| তুষার আচার্য্য

রঙিন রং ||| তুষার আচার্য্য


হাসিতে যে রঙ ঝরে, তাঁর রঙে পবিত্র হই আমি।

চোখের মায়াবী তীক্ষ্ণতায়, নীল প্রেমে পড়ি আমি।

গালে, নাকে, গলায় অদৃশ্য আলোয়, জেগে ওঠে সোনালী ঘাম।

খাঁজে ভাঁজে রোমকূপের অন্তরে লিখিত প্রেম সিঞ্চিত নাম।

বৃন্দাবন ধাম। রাধিকার সৌরভে ছুটে চলে সকল কাম।

রাঙিয়ে দিয়ে যাই প্রতিবার, ছুঁয়ে অলক পান।

পদরেনুর মাঝে লুকিয়ে থাকে অজস্র অভিমান।

নিয়ে আসি অলিগলি, হৃদের মাঝারে তুমি রক্তিম জান।

রঙের বন্যা আসে, ভাসে স্নায়ুর বাঁধ।

প্রেমের আবেগ চুইয়ে পড়ে, অভাবী পরিত্রাণ।

রামধনু আবীরে রূপোলী চাদরে দুই দেহ এক প্রাণ।

রঙিন বসন্ত, অনল আনে, বেজে ওঠে অভিসারী কুহু গান।

 


কল্যাণী, নদিয়া, ভারত
সংবাদটি শেয়ার করুন