ফিচার্ড সাহিত্য ও কবিতা

ধা রা বা হি ক  উ প ন্যা স || পর্ব – ১০ ।। ভাল থাকার বাসা ||| কৃষ্ণা গুহ র‍য় 

ধা রা বা হি ক  উ প ন্যা স || পর্ব – ১০ ।। ভাল থাকার বাসা ||| কৃষ্ণা গুহ র‍য় 

পূর্ব  প্রকাশের পর। পর্ব- ১০

বাউল শব্দটি শুনলে বা কোনও বাউল দেখলে সাধারণভাবে আমাদের মনে হয় কোনও ঘর ছাড়া উদাসী সাধকের কথা কিংবা কোনও এক বিশেষ দর্শনের কথা অথবা কোনও মরমী গানের কথা৷ সত্যিকারের অর্থে বাউল হল এসকল অর্থের বিচারে যেকোনও  একটি এবং একই সাথে সকল অর্থের সমাহার৷ বাউল এর ভিত্তি হলো বহুবিধ ধর্ম-দর্শন সৃষ্ট বাউল তত্ত্ব৷ এই তত্ত্ব কে মান্য করে যে বা যারা স্বতন্ত্র জীবনযাপনের পথ বেছে নেন তিনি বাউল বা বাউল সাধক৷ এই তত্ত্বকে যখন বিশেষ সুরে গানের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তা হয়ে ওঠে বাউল গান৷ বাউল গানে একদিকে বাউলরা গানের মাধ্যমে সাধনার তত্ত্ব প্রচার করে, অপরদিকে তারা গানের মাধ্যমেই মনের মানুষ প্রাণের মানুষ অর্থাৎ ঈশ্বর আল্লাহ ভগবানকে খোঁজেন ৷বাউল তত্ত্ব বা আদর্শে দীক্ষিত না হলে কারো পক্ষে বাউল গানের নিগুড় তত্ত্ব উপলব্ধি করা সম্ভব না৷ বাউল তত্ত্ব সাধকরা বেদ, কোরান, বাইবেল কোনও  গ্রন্থকেই মান্যতা দেয় না ৷ বাউলদের কাছে ধর্মগ্রন্থের চেয়ে গুরু বা মুর্শিদ বড় ৷বাউল সাধকরা কোনও অলৌকিক গল্পকথা দ্বারা তাদের দর্শনকে মহিমান্বিত করার চেষ্টা করেননা৷ বাউল সাধকদের ভাবনা গ্রন্থাকারে প্রচারের পরিবর্তে শিষ্যদের মাধ্যমে প্রচারিত হয়েছে সে কথা আবার সবার জন্য হয়ে ওঠেনি ৷কারণ গুরুর বারণ আপন সাধনার কথা না বলিও যথা তথা৷ তাই বাউল তত্ত্ব প্রচারিত হয়েছে, পরিণত হয়েছে গুপ্ত বিদ্যায়৷ এই  বিদ্যার পারিভাষিক শব্দাবলীর গভীরে লুকিয়ে আছে তাত্ত্বিক রহস্যময়তা ৷ মনে হতে পারে বাউল গুরুরা  নিজেরাই নিজেদের কথা রাখেননি  ,কারণ তারা তাদের গানে গানে সর্বজন এর কাছে বাউল তত্ত্বের গোপন কথা প্রচার করেন৷ নিতান্তই শ্রোতা হিসেবে যারা সুরের মোহে  বাউল গানে মুগ্ধ হন, ভাব সন্ধানে এসে তারাই অসহায় বোধ করেন৷ গানের সুরে বাউল গান কাছে টানে আর ভাবে সুরে বাউল তত্ত্বের মর্মের গভীরে টেনে নিয়ে যায়৷

কথাগুলো একনাগাড়ে বলে ব্রজেশ্বর থামলেন। অখিল মন দিয়ে কথা গুলো শুনছিলেন । ব্রজেশ্বর থামতেই অখিল বললেন আপনি কখনো জনসমক্ষে গান গান না।  ব্রজেশ্বর বললেন না এতে আমার সাধনার বিঘ্ন ঘটবে। আমার গুরু হরি দাস বাউল গেলবার আমেরিকা গিয়েছিলেন অনুষ্ঠান করতে। আমাকে তার সুযোগ্য শিষ্য হিসেবে অনেকবার বলেছিলেন। কিন্তু আমি যাইনি। অখিল বললেন, আপনি গুরুর আদেশ অমান্য করলেন?  ব্রজেশ্বর বললেন ,বাউল গানের ক্ষেত্রে উনি আমার গুরু!  কিন্তু আমার মনের গুরু আমি নিজে সেখানে আমার মন যা চাইবে আমি তাই কৱি।

কথা শেষ করেই ব্রজেস্বর গান ধরলেন, মন রে আমার কাটাইলি পরবাসে / মনের খাঁচা যতন করি রাখলি না যে যৌবনেতে/ এখন খাঁচা ভেঙে পরে / সুজনের অভাবে/ মন রে আমার কাটাইলি পরবাসে৷

গান শেষ হতেই অখিল জিজ্ঞাসা করলেন, আপনি কেন বাউল ধর্ম গ্রহণ করলেন?

ব্রজেস্বর বললেন, ছেলেবেলায় মা, বাবাকে হারিয়েছি৷ কাকা, কাকিমার কাছে মানুষ৷ গতানুগতিক পড়াশুনো কোনওদিনই ভাল লাগে নি৷

ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল অদ্ভুত টান৷ প্রতি শীতে আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা মাঠে সন্ধে থেকেই বাউল গানের আসর বসতো৷ ওখানে বাউল গান শুনে চোখ দিয়ে জল গড়িয়ে পরতো৷ মন যেন বলতো এখানেই আমার শান্তি৷

তাই কোনও রকমে স্কুল পেরোবার পর কাকার কাছে বলেছিলাম, আমি আর পড়াশুনো করবো না৷ বাউল গান শিখব৷

কাকাও বুঝলেন এ ছেলের আর পড়াশুনা হবে না৷ তখন হরি দাস বাউলের কাছে আমাকে পাঠালেন গান শিখতে৷

আর এই গান শিখতে শিখতেই বাউল নিয়ে পড়াশুনা শুরু করলাম৷ তারপর একদিন বাউল ধর্ম গ্রহণ করলাম৷

অখিল বললেন, বেশ তো পড়াশুনো করে আপনি বাউলের ইতিহাস কি জানলেন? যত আপনার সঙ্গে কথা বলছি তত আকৃষ্ট হচ্ছি৷ আরও শুনতে ইচ্ছে করছে৷

অখিল মুগ্ধ হয়ে ব্রজেস্বরের কথা শুনছিল৷

সময় যে কখন গড়িয়ে গেল টেরই পাননি৷ মুকুন্দ এসে ডাকল, দাদাবাবু চলেন রাতের খাবার খাওয়ার সময় হল যে, ছোড়দাবাবু বসে আছেন যে৷

ব্রজেস্বর বললেন, হ্যা আপনি যান৷ অখিল বললেন, এই বার যখন লন্ডনে ফিরব মনের মধ্যে পজিটিভ এনার্জী নিয়ে ফিরব৷ এটুকু সময়ে যা আপনার কাছ থেকে নিয়ে গেলাম তা সারা জীবন মনের মনিকোঠায় জ্বলজ্বল করবে৷

ব্রজেস্বর বললেন, ভালো থাকুন৷

অখিল মুকুন্দর সঙ্গে প্রাণতোষের বাড়ির দিকে চললেন৷ মনের কোনে গেঁথে রইল বাউলের সাধক রূপটা৷

 

রাতে খাবার টেবিলে অখিল ব্রজেস্বরের অকুন্ঠ প্রশংসা করলেন৷ প্রাণতোষ কোনও উত্তর করলেন না৷ অখিল বুঝলেন ব্রজেস্বরের মতন মানুষের মূল্যায়ণ করা কোনও বৈষয়িক মানুষের কর্ম নয়৷

পরদিন সকালবেলা অখিল চলে গেলেন তার এক আত্মীয়র বাড়ি৷ যাবার সময় প্রাণতোষকে বলে গেলেন, আগামী বছর যখন আসবো তখন যেন তোকে জোড়ে দেখতে পাই৷

প্রানতোষ বললেন, মনে হয় সেটা খুব বেশী দেরী নেই৷

অখিল বললেন, খুব ভালো, খুব ভালো৷

অখিল চলে যেতেই প্রাণতোষও কাজে বেড়িয়ে গেলেন৷

রমলা বর্ধিষ্ণু পরিবারের মেয়ে৷ বর্ধমানে তাদের পরিবারকে চেনে না এমন কেউ৷ বর্ধমানের সমৃব্ধশালী জমিদার পরিবারের মেয়ে সে৷

রমলা কলকাতার শোভা বাজারে মাসির বাড়ি থেকে বেথুন কলেজে পড়াশুনা করত৷

রমলার মেসো রথীন্দ্র রায় চৌধুরী ছিলেন রমলার শ্বশুর আশুতোষবাবুর বন্ধু৷

তখন তিনি প্রাণতোষের বিয়ের জন্য মেয়ে দেখছেন৷

একদিন রথীন্দ্রর বৈঠকখানায় দুই বন্ধু মিলে তুমুল আড্ডা চলছে৷ তখন বেলা গড়িয়ে ঘড়ির কাঁটা চারটের ঘরে৷

রমলা কলেজ থেকে বাড়ির বড় গেট পেড়িয়ে দালানের সিড়ি দিয়ে দোতলায় উঠবে সেসময় আশুতোষবাবুর চোখে পরে রমলাকে৷

বৈঠকখানা ঘরের দরজার সামনের ঢালা বারান্দার একপাশে দোতলায় ওঠার সিঁড়ি৷ ওই মুহূর্তের দেখায়ই রমলাকে ছেলের বউ করার জন্য পছন্দ হয়ে যায় তার৷

তিনি সঙ্গে সঙ্গে  বন্ধুর কাছে রমলার বিষয়ে জানতে চান৷ যখন জানেন রমলা খগেন্দ্রবাবুর শালীর মেয়ে এবং বেথুন কলেজে বিএ পড়ছে তখনই তিনি বন্ধুকে প্রাণতোষের সঙ্গে রমলার বিয়ের জন্য প্রস্তাব দেন৷

রথীন্দ্রবাবু বলেন, আমি আমার ভায়রা অর্থাৎ রমলার বাবা নৃপেন্দ্রবাবুর সঙ্গে আগে কথা বলি, ওনার মত থাকলে নিশ্চয়ই এই বিয়ে হবে৷

রমলার শ্বশুর বন্ধুর হাত দুটো ধরে অনুরোধ করেন, আমি ওসব জানিনা তোমাকে যেভাবেই হোক ভায়রাকে রাজী করাতে হবে৷

রথীন্দ্রবাবু বলেন, আচ্ছা দেখছি কি করা যায়। আশুতোষবাবু  চলে যাবার পর রথীন্দ্রবাবু স্ত্রী প্রভাকে ডেকে সব কথা বলেন৷ প্রভা দেবী সব শুনে বলেন, আজকেই তুমি দিদি আর দাদাবাবুকে চিঠি লিখে দাও৷ যদি কৃষ্ণের কৃপায় এই বিয়ে হয় তাহলে রাজযোটক হবে৷

আর রমলারও তো এই বছরই শেষ হয়ে যাবে কলেজ৷

প্রভা দেবীর কথা মতন রথীন্দ্রবাবু নৃপেন্দ্রবাবুকে চিঠি লিখে দিলেন৷

কিছু দিনের মধ্যে নৃপেন্দ্রবাবু চিঠির উত্তর দিলেন ৷ তার এই বিয়েতে কোনও আপত্তি নেই, এখন যেহেতু চৈত্র মাস তাই  তিনি বৈশাখ মাসের দ্বিতীয় রবিবার সস্ত্রীক এই বিষয়ে কথা বলার জন্য খগেন্দ্রবাবুর বাড়িতে আসছেন৷

তার আসার খবর যেন পাত্রপক্ষকে জানিয়ে দেওয়া হয়৷

নৃপেন্দ্র বাবুর চিঠি পড়ে রথীন্দ্রবাবু এবং প্রভা দেবী দুজনেই উহসাহিত হলেন এবং প্রাণতোষের বাবাকেও সব জানালেন৷

উভয় পক্ষেই খুশীর হাওয়া বইল কিন্তু সব শুনে বাদ সাধল রমলা৷

রমলা সব শুনে আপত্তি জানাল ৷ বলল, আমি এই কলকাতা শহরে মানিয়ে নিতে পারব না মাসীমা৷ আমার এখানে দমবন্ধ হয়ে ওঠে৷ আমি বি.এ পরীক্ষা দিয়ে বর্ধমানে ফিরে যেতে চাই৷

প্রভা দেবী রমলাকে বোঝালেন, দেখ মা মেয়েরা হল জলের মতন যে পাত্রে রাখবে সেই পাত্রেরই আকার ধারন করবে৷ তোর মাও তো কলকাতার মেয়ে, বর্ধমানে গিয়ে কি মানিয়ে নেয় নি ?

রমলা আর কিছু বলল না৷ নিজের মনেই বলল, মেয়েদেরই মানিয়ে নিতে হয়৷ মেয়েদের মন বোঝার কেউ নেই৷

কিছুদিন পর নৃপেন্দ্রবাবু সস্ত্রীক এসে উপস্থিত হলেন৷ ওদিকে আশুতোষবাবু স্ত্রী নীলিমাকে সঙ্গে নিয়ে রথীন্দ্রবাবুর বাড়িতে এসে উপস্থিত হলেন৷

ওনাদের রমলাকে দেখে পছন্দ হলো৷ দুই বাড়ি বিয়ের কথা পাকা করার জন্য ঠিক হল আগামী শুক্রবার নৃপেন্দ্রবাবুরা আশুতোষবাবুর বাড়িতে যাবেন৷

আর পরশু অর্থাৎ বুধবার প্রাণতোষ নিজে আসবে রমলাকে দেখতে৷

সেদিন একরকম বিয়ের কথাবার্তা ফাইনাল করে আশুতোষবাবু সস্ত্রীক  মিষ্টিমুখ সেরে বাড়ি ফিরলেন।

বুধবার সকাল থেকেই সাজ সাজ রব৷ রমলাকে প্রাণতোষ দেখতে আসবে৷ সঙ্গে প্রাণতোষের দুই বন্ধু৷ রমলার মা মেয়েকে খোঁপা করে তাতে কাঁটা গুজে জুই ফুলের মালা জড়িয়ে দিলেন৷

বাসন্তী রঙের বালুচরী, চোখে কাজল আর কপালে ছোট্ট একটা মেরুন টিপ আর কানে, গলায় ,হাতে মুক্তোর সেট পরে রমলা যখন প্রাণতোষের সামনে এল, প্রাণতোষের চোখের পলক পরে না৷

মনে মনে বাবার পছন্দর প্রতি কৃতজ্ঞ হল প্রাণতোষ৷ দুই বন্ধুকে সামনে রেখেই প্রাণতোষ জিজ্ঞাসা করলেন, কি করতে ভালো লাগে?

রমলা বলেছিল, গান শুনতে আর বই পড়তে৷

——— আপনি গান শিখতেন বুঝি?

————— আমাদের বর্ধমানের বাড়িতে গান শেখবার রেওয়াজ আছে৷ কলকাতায় এসেও সে চর্চা বন্ধ হয় নি৷ তবে বই পড়ার অভ্যাসটা এখনও আছে৷

——— নিশ্চয়ই থাকবে৷

গানের বিষয় নিয়ে প্রাণতোষ আর কথা বাড়ায়নি৷ তাদের বাড়িতেই যে একজন গান পাগল মানুষ আছেন৷ সে বিষয়েও কিছু বলেননি৷

প্রাণতোষরা চলে যেতেই রমলার মা, মাসি রমলাকে জিজ্ঞাসা করেছিলেন, কি রে তোর বর পছন্দ হলো?

রমলারও প্রাণতোষকে মন্দ লাগেনি, তাই এক গাল হেসে ফেলেছিল৷ মেয়ের মুখে হাসি দেখে মায়ের প্রাণ জুড়িয়েছিল৷ আর মাসী রমলার থুতনি ধরে চুমু খেয়েছিল৷

রাতে বিছানায় শুয়ে রমলা মনে মনে ভেবেছিল৷ মানুষটা মন্দ নয়৷ সব মেয়েই তো চায় তার পছন্দের মানুষটি তার ভালোবাসার বিষয়টিকে গুরুত্ব দিক৷

সে যুগের শিক্ষিতা মেয়ে রমলাও এর ব্যতিক্রম নয়৷ তাই মনে ভালোলাগার আবেশ ছড়িয়েছিল তার আধুনিক মনস্ক হবু বরটির প্রতি৷

শুক্রবার রমলার বাবা নৃপেন্দ্রবাবু, রমলার মেসো রথীন্দ্রবাবু , মাসি প্রভা এবং মা নিভা যখন প্রানতোষদের বাড়ি পৌছলেন তখন বৃষ্টি ভেজা বিকেলের নরম আলো শেষ লগ্নে ৷

প্রানতোষের বাবা আশুতোষবাবু আর মা নীলিমা সহাস্যে অতিথিদের বরণ করে নিলেন৷ মিষ্টিমুখ করিয়ে সারা বাড়ি ঘোরালেন ওনাদের৷ প্রত্যেকেই খুব খুশী৷ নীলিমার সহচরী ছবি, ওনার উপরেই সংসারের সব ভার ন্যস্ত, সেই ছবিও প্রাণতোষকে বললেন, দাদার পছন্দ যখন হয়েছে তখনই বুঝেছি ঘরে আমার লক্ষী আসছে৷

প্রাণতোষকেও আজকে বেশ লাগছে৷ ধাক্কা পাড় ধুতি আর তার সঙ্গে একটা মেরুন পাঞ্জাবী একজন সুদর্শণ পুরুষ৷

নিভাদেবী মনে মনে ভাবলেন, আমার মেয়ের পাশে খুব মানাবে৷ এমন জামাই তো তিনি চেয়েছিলেন৷

বাড়ি ঘুরে দেখবার পর নৃপেন্দ্রবাবুরা দোতলার বড় বৈঠকখানা ঘরটায় বসলেন৷ আশুতোষবাবু পঞ্জিকা খুলে  শ্রাবণ মাসের কুড়ি তারিখ , গোধূলি লগ্নে বিয়ের দিন হলে ভালো হয় বলে প্রস্তাব দিলেন৷ আষাঢ় মাসের প্রথম সপ্তাহে রমলার বিএ ফাইনাল পরীক্ষা হয়েও যাবে৷

সুতরাং শ্রাবণ মাসের শেষের দিকে বিয়ে হলে ভালোই হয়৷ উপস্থিত সবাই মিলে ওই দিনটিকে মনস্থ করলেন৷

সাদা পরিষ্কার কাগজে তেল সিদূর , হলুদের ছাপ আর এক টাকার কয়েনের ছাপ দিয়ে , শাঁখে ফুঁ আর উলুধ্বনি লাল কালি দিয়ে গোটা গোটা অক্ষরে ২০ শে ফাল্গুন, বুধবার , সন্ধে ৬-২০ লগ্নে প্রাণতোষ আর রমলার বিয়ের দিন স্থির হল৷

বিয়ের কথাবার্তা পাকা হতেই নৃপেন্দ্রবাবু বলেন, বিয়ে হবে আমাদের বর্ধমানের বাড়িতে৷ আপনারা সবাই মিলে আমার বর্ধমানের বাড়ি দেখে আসুন৷ মেয়ে কোথায় বড় হয়েছে, সেটা তো আপনাদেরও জানা দরকার৷

আশুতোষবাবু বললেন, সেতো আপনাদের  দেখেই  আমি বুঝেছি মেয়ে কেমন ? বর্ধমানে গিয়ে আর আমাদের মেয়েকে দেখে বুঝতে হবে না মেয়ে কেমন ?

তাও নৃপেন্দ্রবাবুর জোরাজুরিতে আশুতোষবাবু অবশেষে রাজী হলেন৷ ঠিক হল আষাঢ় মাসের প্রথম সপ্তাহের রবিবার সকালে ওনারা গাড়িতে করে কলকাতা থেকে যাবেন , বিকেলে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন৷

তার আগের সপ্তাহেই রমলারও বি.এ ফাইনাল পরীক্ষা হয়ে যাবে৷ সুতরাং সেও তার মাসীমাকে নিয়ে বর্ধমানের বাড়িতে চলে যাবে৷ আর রথীন্দ্রবাবু আশুতোষবাবুদের সঙ্গে বর্ধমানে যাবেন৷ তারপর উনি আরও দুদিন থেকে এক্কেবারে সস্ত্রীক ফিরবেন৷

সেদিন এই পর্যন্ত কথাবার্তা হয়ে নৃপেন্দ্রবাবুরা, রমলার হবু শ্বশুরবাড়ি থেকে ফিরে এলেন৷

রমলা তার পরীক্ষা নিয়ে ভীষণ ব্যস্ত৷ বিএ পাসের পর এমএ করারও প্রবল ইচ্ছে৷ এরমধ্যে একদিন আশুতোষবাবু  এই বাড়িতে এসেছিলেন৷ রথীন্দ্রবাবু রমলার মনের ইচ্ছের কথা বলেছিলেন৷ আশুতোষবাবু রমলার এমএ পড়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন৷

রমলাও সেকথা শোনার পর মনে মনে ভীষণ খুশী৷ দেখতে দেখতে বিএ ফাইনাল পরীক্ষা শেষ হল রমলার৷ এবার বর্ধমানে যেতে হবে৷ কতদিন মাটির গন্ধ গায়ে মাখেনি৷ কলকাতা শহরে ও যেন হাফিয়ে ওঠে৷ বর্ধমানে গিয়েই লক্ষীমনি বাউলের আখড়ায় গিয়ে আগে দেখা করবে৷

কতদিন হয়ে গেল লক্ষীমনির মন কেমন করা গান শোনেনি৷ মনটা রমলার ব্যাকুল হয়ে উঠল৷

রাতেই ব্যাগপত্তর গুছিয়ে পরদিন ভোরবেলা মাসীমাকে সঙ্গে নিয়ে ট্রেন ধরল রমলা৷

ট্রেনটা যখন বর্ধমান স্টেশনে ঢুকল তখন বেলা নটা হয়ে গেছে৷ রমলার বুকটা আনন্দে তিরতির করে উঠল৷ কতদিন পরে চেনা ছবিগুলো মনকে দোলা দিতে লাগল৷

নৃপেন্দ্রবাবু স্টেশনে গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন৷ রমলা , প্রভাকে সঙ্গে নিয়ে ব্যাগগুলো গাড়িতে রেখে ড্রাইভার ঝন্টুকে বলল, ঝন্টুদা তুমি আমাকে লক্ষীদিদির আখড়ায় নামিয়ে দিয়ে , তারপর মাসীমাকে নিয়ে বাড়ি যাবে৷

প্রভা রমলার কথা শুনে বলে ফেললেন, সে কি তুই আগে বাড়ি যাবি না?

রমলা মাসিমার গাল দুটোয় আদর করে বলল, না মাসীমা আগে লক্ষীদিদির আখড়ায় যাব৷ তারপর বাড়ি৷ মনটাকে একটু শুদ্ধ বাতাসে ভরিয়ে আনি৷

প্রভা হাল্কা হেসে বললেন, পাগলী একটা৷

বর্ধমান স্টেশন চত্বর ছাড়িয়ে গাড়ি যখন কাচা রাস্তায় ঢুকল তখন রাস্তার দুধারে সবুজ গাছ আর মাটির বাড়ি৷ খড়ের চালে লকলকিয়ে উঠেছে কুমড়ো আর পুঁইয়ের ডগা৷

একটা বড় দিঘির সামনে রমলাদের গাড়িটা থামল৷ রমলা গাড়ি থেকে নামতে নামতে প্রভাদেবীকে বলে দিল, মাসীমা মাকে বলে দিও বাড়ি ফিরতে আমার সন্ধে হয়ে যাবে৷ আর গাড়ি পাঠাতে হবে না৷ আমি ভ্যান রিক্সায় চলে যাব৷

ঝন্টু গাড়ি নিয়ে চলে গেল৷

রমলা দিঘির পারের সরু রাস্তাটা ধরল তার লক্ষীদিদির আখড়ায় যাবার জন্য৷

 

 

চলবে…

কৃষ্ণা গুহ রয়- উপন্যাসিক, কবি। পশ্চিমবঙ্গ


অন্যান্য পর্বগুলো পড়তে হলে

ধা রা বা হি ক  উ প ন্যা স || পর্ব -১ ।। ভাল থাকার বাসা ||| কৃষ্ণা গুহ র‍য় 

ধা রা বা হি ক  উ প ন্যা স || পর্ব -২ ।। ভাল থাকার বাসা ||| কৃষ্ণা গুহ র‍য় 

ধা রা বা হি ক  উ প ন্যা স || পর্ব -৩ ।। ভাল থাকার বাসা ||| কৃষ্ণা গুহ র‍য় 

ধা রা বা হি ক  উ প ন্যা স || পর্ব -৪ ।। ভাল থাকার বাসা ||| কৃষ্ণা গুহ র‍য় 

ধা রা বা হি ক  উ প ন্যা স || পর্ব – ৫ ।। ভাল থাকার বাসা ||| কৃষ্ণা গুহ র‍য় 

ধা রা বা হি ক  উ প ন্যা স || পর্ব – ৬ ।। ভাল থাকার বাসা ||| কৃষ্ণা গুহ র‍য় 

ধা রা বা হি ক  উ প ন্যা স || পর্ব – ৭ ।। ভাল থাকার বাসা ||| কৃষ্ণা গুহ র‍য়

ধা রা বা হি ক  উ প ন্যা স || পর্ব – ৮ ।। ভাল থাকার বাসা ||| কৃষ্ণা গুহ র‍য় 

ধা রা বা হি ক  উ প ন্যা স || পর্ব – ৯ ।। ভাল থাকার বাসা ||| কৃষ্ণা গুহ র‍য় 

 

 





সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন