ফিচার্ড সাহিত্য ও কবিতা

রঞ্জনা রায়-এর কবিতাগুলো

রঞ্জনা রায়-এর কবিতাগুলো

———————————————————————————-

নীরবে

বাগানে একটি গোলাপ নীরবে ফুটেছিল

সুগন্ধের বৃত্ত বলয়ে অসংখ্য প্রজাপতি

সোনালি রোদ্দুর মেখে ঝলমল করে ।


রোজ সকালে বাগানের দক্ষিনকোণে

একটি অসহায় প্রজাপতির মৃতদেহ –

ফুলের রঙে রসে রূপে ডুবে থাকা জীবন

যেন মায়াময় তামাশার প্রত্নস্মারক


ক্লোরোফিল হয়ে নীরবতা আসে জীবনের সবুজ পাতায়

         এক শুদ্ধতর মানবিক আকর –

      নীরবতার এভারেস্ট চুড়ায় চার্বাক সংহিতা কতটা গ্রহণীয় ?

—————————————————————————–

গভীরতা


অনুভবে মাপতে চেয়েছি নদীর গভীরতা

 অনুভবে পরিমাপ !

  অজানা বিস্ময় –

 নদীর বুকে জলজ শ্যাওলার স্পন্দন

রূপকথা হয়ে যায়

         ইতিহাসের নাগরদোলায় ।

ঢেউ ওঠে তরঙ্গের আদি অন্ত ভেঙে যায়

কৃষ্ণা চতুর্দশীর চাঁদ নিজেকে দেখে –

অবগাহনে – কোজাগরী বিন্যাসে ।

ঋতুমতী গান্ধারীর চোখে সেদিন ছিল না

কোন গহন অন্ধকারের কঠিন বাঁধন ।

নদী সত্তার গভীরে ডুবে যেতে যেতে

দেখেছিল রাতের সূর্য আরাধনা ।

যদু বংশ ধ্বংসের শানিত তীরখানি ছিল

হৃদয়ের চোরাকুঠুরির গোপন রঙ্গঘরে ।

নদীর গভীরতা –

      জলপরীর শুভ্র স্নিগ্ধ ডানায় ভোরের কবিতা

গান্ধারীর আত্মনিবেদনের অন্ধকারে

 সন্ধ্যাতারার ধ্রুব উদ্ভাস…
———————————————————————

আশ্রয়


পথ হারানোর বিপথে পথের খোঁজে

ডানায় রোদ্দুরের খেলা 

তখনো মেঘের আঁচলে স্বপ্নযাপন –

ঝড়ের ধাঁধায় হারিয়ে যেতে যেতে

ছোট্ট নৌকা খানি আমার

কখনো ভাসে ,কখনো ডোবে, প্রেমে – অপ্রেমে ।

 ———————————————————————-

নিজস্ব


একটি নিঃসঙ্গ মাঠের কিনারায়

একটি গাছের ছায়ায়

পেয়েছিলাম একমুঠো অবকাশ ।


নারী হবার চূড়ান্ত তপস্যায় কেটে যায়

দিন,মাস ,বছর –

ঝরে অনেক ব্যাথার জুঁইফুল ।


নিজের জন্য চাই এখন নিজস্ব উঠান

কিছু অমূল্য বিস্ময়সন্ধ্যাপ্রদীপের ছায়া –

সেই সবুজ মাঠে সবুজ মায়াঘর ।



সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন