ফিচার্ড সোশ্যাল মিডিয়া

হঠাৎ মনে করতে ইচ্ছে হলো, কোথায় বসে কোন বই লিখেছি?

তসলিমা নাসরিন

হঠাৎ মনে করতে ইচ্ছে হলো, কোথায় বসে কোন বই লিখেছি?

তসলিমা নাসরিন: কাব্যগ্রন্থ। [১] শিকড়ে বিপুল ক্ষুধা ১৯৮৬ (ময়মনসিংহ)। [২] নির্বাসিত বাহিরে অন্তরে ১৯৮৯ (ময়মনসিংহ)। [৩] আমার কিছু যায় আসে না ১৯৯০ (ঢাকা)। [৪] অতলে অন্তরীণ ১৯৯১ (ঢাকা)। [৫] বালিকার গোল্লাছুট ১৯৯২ (ঢাকা)। [৬] বেহুলা একা ভাসিয়েছিল ভেলা ১৯৯৩ (ঢাকা)। [৭] আয় কষ্ট ঝেঁপে, জীবন দেবো মেপে ১৯৯৪ (ঢাকা)। [৮] নির্বাসিত নারীর কবিতা ১৯৯৬ ( স্টকহোম/বার্লিন)। [৯] জলপদ্য ২০০০ (প্যারিস)। [১০] খালি খালি লাগে ২০০০ (প্যারিস)। [১১] কিছুক্ষণ থাকো ২০০৪ (হারভার্ড, কেম্ব্রিজ)। [১২] ভালোবাসো? ছাই বাসো ২০০৭ (কলকাতা)। [১৩] বন্দিনী ২০০৯ (দিল্লি)। [১৪] প্রেম অথচ প্রেম নয় ২০১৮ (দিল্লি)।

উপন্যাস। [১] অপরপক্ষ ১(ঢাকা)। [২] নিমন্ত্রণ ১৯৯২ (ঢাকা)। [৩] শোধ ১৯৯৩ (ঢাকা)। [৪] লজ্জা ১৯৯৩ (ঢাকা)। [৫] ভ্রমর কইও গিয়া ১৯৯৪ (ঢাকা)। [৬] ফেরা ১৯৯৪ (ঢাকা)। [৭] ফরাসি প্রেমিক ২০০২ (স্টকহোম)। [৮] একূল ওকূল (রচনাকাল ২০০৭) ২০১৮ (কলকাতা)। [৯] ব্রহ্মপুত্রের পাড়ে ২০১৬ (দিল্লি)।

গল্পগ্রন্থ। [১] দুঃখবতী মেয়ে ১৯৯৪ (ঢাকা)। [২] চুম্বন ২০২৩ (দিল্লি)। ছোটদের বই। [১] ভুতের গল্প ২০০৬ (কলকাতা)। [২] মিনু ২০০৭ (কলকাতা)। নিবন্ধ গ্রন্থ। [১] নির্বাচিত কলাম {রচনাকাল ১৯৮৭ -১৯৯০} ১৯৯১ (ঢাকা)। [২] যাবো না কেন? যাবো ১৯৯১ (ঢাকা)। [৩] নষ্ট মেয়ের নষ্ট গদ্য ১৯৯২ (ঢাকা)। [৪] ছোট ছোট দুঃখ কথা ১৯৯৪ (ঢাকা)। [৫] নারীর কোনও দেশ নেই ২০০৭ (কলকাতা)। [৬] নিষিদ্ধ ২০১৩ (দিল্লি)। [৭] তসলিমা নাসরিনের গদ্য পদ্য ২০১৫ (দিল্লি)। [৮] সকল গৃহ হারালো যার ২০১৬ (দিল্লি)। [৯] আমার প্রতিবাদের ভাষা ২০১৭ (দিল্লি)। [১০] ভাবনাগুলি ২০১৮ (দিল্লি)। [১১] একলা চলো ২০১৯ (দিল্লি)। [১২] অসভ্যতা ২০২৩ (দিল্লি)।

আত্মজীবনী। [১] আমার মেয়েবেলা ১৯৯৮ (স্টকহোম)। [২] উতল হাওয়া ২০০২ (স্টকহোম)। [৩] দ্বিখণ্ডিত ২০০৩ ( হার্ভার্ড, কেমব্রিজ)। [৪] সেইসব অন্ধকার ২০০৪ (হার্ভার্ড, কেমব্রিজ)। [৫] আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় দেশ ২০০৬ (কলকাতা)। [৬] নেই কিছু নেই ২০১০ (নিউ ইয়র্ক)। [৭] নির্বাসন ২০১২ (দিল্লি)। নির্বাচিত সংকলন। [১] নির্বাচিত কবিতা  ১৯৯৩। [২] কবিতাসমগ্র (সংকলন) ২০০৬। [৩] গল্প ( কবিতা সংকলন) ২০১৮। [৪] আমি প্রাণ পেতে রই (নতুন/পুরোনো কবিতা) ২০২৩। [৫] দুঃখরাতের গান ( নির্বাচিত কবিতা/গল্প/প্রবন্ধ) ২০২৩। [৬] আত্মজীবনী সমগ্র ১২০০৬। [৭] নিষিদ্ধ মত, দ্বিখণ্ডিত পথ (দ্বিখন্ডিত নিয়ে পক্ষে বিপক্ষে মত/আইনী লড়াই) ২০০৬। [৮] তুই নিষিদ্ধ, তুই কথা কইস না (নির্বাচিত গদ্য)  ২০০৭। লেখক: কথাসাহিত্যিক। ফেসবুক থেকে




সংবাদটি শেয়ার করুন