ফিচার্ড সাহিত্য ও কবিতা

রবি ফেরায় ।।।। শীতল চট্টোপাধ্যায়

রবি ফেরায় ।।।। শীতল চট্টোপাধ্যায়


এই যে শ্রাবণ মেঘ ভরা মন
আকাশ আঁখির এই যে ধারা,
একটা ভেজার দিন- সারাদিন
রবি হারায় আপন হারা ৷
থমকে গেছে কোপাই নদী
আজকে গেছে বইতে ভুলে,
আজ সে রবির প্রয়াণ স্রোতে
বইছে শোকের ভরা কূলে ৷
মাটি ছেড়ে মেঘের ধোঁয়ায়
প্রয়াণ আঁকে আঁধার ছায়ায়,
ওই মেঘেতে দৃষ্টি ভেজে
অবিচ্ছেদ্য রবি মায়ায় ৷
শ্রাবণ মাসের দিনটা বাইশ
আসিস- কষ্ট দিতে আসিস,
বিশ্ব চোখের বৃষ্টি ধ’রে
রবি স্মৃতির পায়ে ঢালিস৷
জোড়াসাঁকোয় শ্রাবণ যেদিন
সকালবেলাই বেলা শেষে,
আঁধার পারের খোলা দ্বারে
যেদিন রবি নিরুদ্দেশে ৷
সবার চেনা – জানার তিনি
একটি যে নাম বিশ্ব ডাকে,
তাঁরই লেখা বিদায়ী গান
তাঁর বিদায়েই থমকে থাকে৷
চলমানের চলছে বাতাস
ভিজছে ছাতিম শ্রাবণ ধারায়,
সবুজ শান্তিনিকেতনে
থেকে যেতেই রবি হারায় ৷
বৃষ্টি চোখে অশ্রু ঝরে
মনটা মনে নেইয়ের শ্রাবণ,
বাইশ শুরু বাইশ শেষে
রবি ফেরায় বয় সারাক্ষণ৷


জগদ্দল , উত্তর ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ , ভারতবর্ষ

 



এসএস/সিএ

 

 

 

সংবাদটি শেয়ার করুন