বিচিত্র কুমার-এর চারটি কবিতা ————————————————————— সেদিন তোমাকে আমি শতশত প্রজাপতি মাঝে সেদিন মুগ্ধনয়নে দেখছিলাম বারবার, তুমি ডানামেলে উড়ছিলে ফুলে ফুলে আমার দিকে ফিরেও চাওনি একবার। হয়তো বা অন্য কেউ— তোমার কল্পনার দ্বার। কী যে দারুন লাগছিলো তোমায় রেশমীচুরি আর হলুদ বর্ণ শাড়িতে, আমার দু’চোখ ফিরাতে পারছিলাম না যেন কোন এক অদ্ভুত মায়াতে। অবশেষে পৃথিবীর বুক […]
কুসুম |||| পুলক বড়ুয়া টুপ করে তা বুক পকেটে জমিয়ে রেখেছিতুমি যা যা ফেরত দিয়েছ চট করে প্যান্টের পকেটে দিয়েছি চালান করেঅনবধানতাবশত: কেউ তো
অসভ্য সংকট |||| পুলক বড়ুয়া আমি তো এসেছি নাকি বিমূর্ত ছিলাম
দূরে কিংবা কাছাকাছি আপন ছিলাম
আমাকে দ্যাখার কিছু নেই, অপলক
চেয়ে থাকি—একটি উদয়-অস্ত তুমি;
শুধু তোমাকেই দ্যাখি আমি, দ্যাখে যাই;