ফিচার্ড রকমারি

রুম ডেট মানে কি? রুম ডেট কিভাবে করে?

রুম-ডেট-মানে-কি-room-date-meaning

ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস। আর এই ফেব্রুয়ারি মাস জুড়ে কিংবা ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে সবচেয়ে বেশী যে শব্দ দুটি আলোচনা হয় তা হল “ডেটিং (Dating)” এবং “রুম ডেট (Room Date)”। তরুণ প্রজন্মের প্রত্যেকেই এই শব্দ দুটির সাথে পরিচিত হলেও আমরা এর সঠিক অর্থ অনেকেই বুঝিনা।
ডেটিং মানে কি? (Dating Meaning in Bengali)
রুম ডেট মানে কি? (Room Date Meaning) (Room Date Meaning Bangla)
কিভাবে ডেটিং করতে হয়?
রুম ডেট কিভাবে করে?
এই আর্টিকেলে আমরা এই চারটি প্রশ্নের সঠিক উত্তর জানার ও বোঝার চেষ্টা করব।

 

ডেটিং মানে কি? Dating Meaning in Bengali

ডেট বা ইংরেজি Date শব্দের অর্থ তারিখ। এই শব্দ থেকেই ডেটিং শব্দটি এসেছে।অধিকাংশরা মনে করে, ডেটিং করা মানে সম্পর্কে জড়িয়ে পড়া, অর্থাৎ ছেলে-মেয়ে বা নারী-পুরুষ প্রেম, ভালোবাসা নিবেদন বা আদান-প্রদানের জন্য মিলিত হওয়া কে ডেটিং বলে। তবে ডেটিং শব্দের অনেক অর্থ রয়েছে।

উইকিপেডিয়া অনুযায়ী, ডেটিং হলো দুইজন মানুষের মধ্যে বিদ্যমান রোমান্টিক সম্পর্কের একটি অবস্থা, যখন তারা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া বা ঘনিষ্ঠ সঙ্গী হওয়ার জন্য দেখা করে।

আবার অনেকে মনে করেন, কোনো নতুন সম্পর্ক তৈরি করার পূর্বে যখন দুই ব্যক্তি একে অপরের সাথে মিলিত হয়ে ভালো সময় কাটায়, একে অপরের সম্পর্কে কথা বলে এবং একে অপরকে বোঝার চেষ্টা করে, সেটিই হল ডেটিং।

সুতরাং, ডেটিং এর অর্থ কাল অনুযায়ী ভিন্ন হয়। তা হলো সম্পর্ক পূর্ববর্তী ও পরবর্তী।

দুজন মানুষ একে অপরের প্রতি আকৃষ্ট হবার পর প্রেম, ভালোবাসা বা বৈবাহিক সম্পর্কে জড়ানোর পূর্বে একে-অপরকে জানার জন্য, বোঝার জন্য, মনের ভাব বিনিময়ের জন্য তারা যে তারিখের যে নির্দিষ্ট সময়ে সরাসরি সাক্ষাৎ করে সেটাকে সম্পর্ক পূর্ববর্তী ডেটিং বলা যায়। এই ডেটিং এর উদ্দ্যেশ্য হচ্ছে, একে-অপরকে জানা ও বোঝা যাতে তারা সম্পর্কে জড়াবে কি না সে ব্যপারে সিদ্ধান্ত নিতে পারে এবং সম্পর্কের ভবিষ্যৎ কি হবে তা বুঝতে পারে।

আর সম্পর্ক পরবর্তী ডেটিং হচ্ছে, দুজন মানুষ প্রেম, ভালোবাসার সম্পর্কে জড়ানোর পর একে অপরের প্রতি প্রেম, ভালোবাসা, যত্ন, রোমান্টিকতা ও অন্যান্য মনের ভাব আদান-প্রদানের জন্য তারা যে তারিখের যে সময়ে সরাসরি মিলিত হয় সেটাকে সম্পর্ক পরবর্তী ডেটিং বলা যায়। এই ডেটিং এর উদ্দ্যেশ্য হচ্ছে, সম্পর্ক সুন্দর রাখতে মনের ভাব আদান প্রদান করা, সুখ-দুঃখ ভাগ করে নেওয়া, সম্পর্কের ভবিষ্যৎ পরিকল্পনা করা,  সম্পর্ক আরো মধুর করতে একটু রোমান্টিকতা করা ইত্যাদি।

 

রুম ডেট মানে কি? Room Date Meaning

আমরা সকলেই জানি Room শব্দের অর্থ ঘর এবং Date শব্দের অর্থ তারিখ। রুম ডেট শব্দটির তেমন কোন অভিধানিক অর্থ নেই তবে সাধারণত প্রেম, ভালোবাসা, রোমান্টিক বা ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে “শারীরিক ঘনিষ্ঠতা” বা “যৌন কার্যকলাপ” বোঝাতে ব্যবহৃত হয়।

সুতরাং রুমডেট মানে হল, প্রেম, ভালোবাসা বা রোমান্টিক সম্পর্কে জড়ানোর পর দুজন সঙ্গী যখন একে-অপরের প্রতি আকৃষ্ট হয়ে শারীরিক ভাবে মিলিত হতে বা যৌন কার্যকলাপের জন্য কোন নির্দিষ্ট তারিখ ও সময়ে কোন আবদ্ধ ঘরে মিলিত হয় তাকে রুম ডেট বলে।

রুম ডেট এর উদ্দ্যেশ্য হলো মিলিত সময়টাকে বাহিরের সকল বিরক্তিকর প্রভাব থেকে মুক্ত রাখা এবং নির্জন ও নিরিবিলিতে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়া ও সম্পর্ককে আরো গভীর করা। তবে তরুণ প্রজন্মের অনেকেই ভালোবাসা বা সম্পর্কের ঘনিষ্ঠতা গুরুত্ব না দিয়ে রুম ডেট এর সুযোগে খোঁজে এবং শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এতে অধিকাংশ সময় সম্পর্ক খারাপ হয়ে যায় ও ভেঙ্গে যায়।

 

কিভাবে ডেটিং করতে হয়?

ডেটিং শব্দের অর্থ আমরা উপরে জেনেছি। সুতরাং আমরা বলতে পারি একটি প্রেম-ভালোবাসার সম্পর্কে জড়ানোর পূর্বে এবং পরে ডেটিং করা অত্যন্ত জরুরী। ডেটিং করার জন্য প্রথমে প্রয়োজন একজন সঙ্গী। আপনার ডেটিং সঙ্গী অবশ্যই তিনিই হবেন আপনি যার সাথে সম্পর্কে জড়াতে চাচ্ছেন বা জড়িয়েছেন।

প্রথমে দুজনে মিলে আপনাদের পছন্দের একটি নির্দিষ্ট জায়গা নির্বাচন করুন। যেখানে আপনারা বসে নিরিবিলিতে সময় কাটাতে পারবেন। মনের ভাব আদান-প্রদান করতে পারবেন। সেই সাথে যদি সেখানে পছন্দের খাবার পাওয়া যায় তাহলে খুব ভালো।

ডেটিং এ যাবার পূর্বে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি হবেন এবং এমন পোশাক পরবেন যেন আপনাকে স্মার্ট এবং সুন্দর দেখায়। পোশাকের দিক থেকে আপনাকে যেন আনকম্ফোর্টেবল মনে না হয়, এতে আপনার কনফিডেন্ট কমে যাবে।

সাথে অবশ্যই কিছু টাকা পয়সা রাখবেন। একসাথে খাওয়া দাওয়া করা, ঘুরে বেড়ানো এবং কেনাকাটা করার জন্য কাজে লাগবে। পছন্দের কিছু ফুল কিনে নিয়ে যেতে পারেন।

how-to-dating

এরপর আত্মবিশ্বাসের সাথে সঙ্গীর সাথে দেখা করুন। তার সাথে কথাবার্তা বলা শুরু করুন। প্রথমে তার আগ্রহ বোঝার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী ধাপে ধাপে আপনি কথা বলা চালিয়ে যান। একজন-আপরজনকে জানার ও বোঝার চেষ্টা করুন। দুজনের সম্মতিতে মনের ভাব, ভালো লাগা, ভালোবাসা বা একটু রোমান্টিকতা আদান-প্রদান করুন। এবার আরো কোথাও ঘোরার থাকলে সেখানে ঘুরতে যান এবং একসাথে পছন্দের খাবার খান। সঙ্গীর পছন্দের কোন জিনিস কিনে দিতে পারেন বা সাথে গিফট হিসেবেও নিয়ে যেতে পারেন।

তারপর সঙ্গীর সাথে সময় কাটাতে আপনার কেমন লাগলো, তাকে কেমন লাগলো এবং তার কিছু প্রশংসার করে শেষ কিছু কথাবার্তা বলে বিদায় জানিয়ে চলে আসুন। এছাড়াও ভবিষ্যতে কবে ও কোথায় পরবর্তী ডেটিং (Dating) করতে চান সে ব্যপারে আলোচনা করতে পারেন।

 

ডেটিং টিপস : Dating Tips

  • সরাসরি ডেটিং এর আগে অনলাইনে চ্যাট করুন
  • ডেটিং এর জন্য একটি রোমান্টিক জায়গা নির্বাচন করুন
  • শরীর ও পোশাক পরিচ্ছদের ওপর নজর রাখুন
  • রিলেক্স থাকুন এবং আত্মবিশ্বাস রাখুন
  • কম্ফোরটেবল অনুভব করুন
  • প্রথম ডেটিং এ ফুল বা চকলেট উপহার দিন

 

রুম ডেট কিভাবে করে? 

প্রেমিক-প্রেমিকা যুগল যখন একে-অপরের কাছে অনেক ঘনিষ্ঠ ও বিশ্বস্ত হয়ে উঠে তখন তারা তাদের সম্পর্ককে আরো গভীর ও আরো রোমান্টিক করতে রুম ডেট করে। রুম ডেট করার নির্দিষ্ট কোন নিয়ম নেই। এটি উভয় সঙ্গীর ভালো লাগা, স্বাচ্ছন্দ্য এবং সম্মতির উপর নির্ভর করে। তবে কিছু সাধারণ বিষয় বিবেচনা করা যেতে পারে। যেমনঃ

  • উভয় সঙ্গীর বিশেষ করে নারী সঙ্গীর পুরোপুরি সম্মতিতে রুম ডেট করা।
  • উভয় সঙ্গীর শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করা।
  • রুম ডেটে গিয়ে শারীরিক সম্পর্ক করার আগে ও পরে মনের ভাব আদান-প্রদান করা।
  • শারীরিক সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা। যেমন কনডম ব্যবহার করা বা অন্য কোনো নিরাপদ উপায় অবলম্বন করা।
  • সামাজিক ও পারিপার্শ্বিক ভাবে নিরাপদ এমন রুম নির্বাচন করা।
  • একে অপরের সম্মান বজায় রাখা ও শ্রদ্ধাশীল থাকা।

বিশেষ দ্রষ্টব্যঃ

আমদের সমাজে বিবাহ না করে শারীরিক ভাবে মিলিত হওয়া বা যৌন কার্যকলাপ করা নোংরা ও অশ্লীল কার্যকলাপ হিসেবে বিবেচনা করা হয়। ধর্মীয় দিক থেকে এটি আরো গুরুতর অপরাধ। তাই সম্পর্ক সুন্দর রাখতে রুম ডেট এড়িয়ে চলাই উচিত।

অনলাইন প্রতিবেদন, CBNA24
সংবাদটি শেয়ার করুন