ফিচার্ড সাহিত্য ও কবিতা

শপথ নিয়েছি আজ ।।। প্রজ্ঞা চৌধুরী (প্রাপ্তি)

শপথ নিয়েছি আজ ।।। প্রজ্ঞা চৌধুরী (প্রাপ্তি)

ত্রিভুবন আজ উচ্ছ্বসিত
আগেকার মতো করে
কোভিডের ভয়ে ভীত নহে কেহ
উদ্বেগ নেই ঘরে।
দোলাচলে চলে স্বপ্নের সাধ
মৃত্যুর বিভীষিকায়
জীবন প্রদীপ নিভে যায় কখন

হয়তো বাঁচাই দায়!


অবশেষে এসে জেগেছে বিশ্বাস
হয়তো বাঁচিবো প্রাণে
পুলকিত মন পুনরায় পুরো
কোভিডের প্রস্থানে।
ভাবি মনে মনে স্বপ্ন কিভাবে
হতে পারে যে সত্যি
মহামারি কালে বই পুঁথি খোঁলা

হয়নি যে এক রত্তি।


এসময় কালে তিরস্কার প্রাপ্তি
প্রতিদিন ঘটেছে আমার
গণ্ডমূর্খ বলেছেন কেহ
কেউ-বা বলেছেন গোয়ার।
ধমক নিন্দন বিধি যেন লিখে
রেখেছেন মম কপালে
তীর্যক কথা শুনে রোজ দিন

অশ্রু গড়ায় কপোলে।


অকর্মণ্য আমি, কাজে ভারী বলে
আঠারো মাসে বছর
নিন্দা দোষারোপ, মুখে মুখে শুনি
করছে পরস্পর।
প্রতিবাদ আমি করতে পারিনি
ভেবেছি, অরণ্যে রোদন
আমড়া কাঠের ঢেঁকি বলে কেউ

করবে না আর কোদন।


করেছি সে পণ পুরাবো স্বপন
শপথ নিয়েছি আজ
একসাথে হবে লেখাপড়া আর
সমতালে গৃহকাজ।
নিন্দিতে যেন না পারে কেহ
চলা হবে সেই পথে
আমারই মতো হবে সেই চলা

সকলের সম্মতে।


শনিবার, ৩রা জুন ২০২৩ ইং।
সংবাদটি শেয়ার করুন