ফিচার্ড সাহিত্য ও কবিতা

শিকড় হারা’র কান্না ||| বিশ্বজিৎ মানিক

শিকড় হারা কান্না ||| বিশ্বজিৎ মানিক

———————————————–
আমি শিকড় হারা’র – কান্না শুনেছি
দেখেছি চোখের জল
হারিয়েছে যাঁরা – জনমের মাটি

সাথে তাঁর মনোবল।


স্বদেশের ভিটে বাড়ি – ছেড়ে ফেলে দিয়ে
ভিন দেশে নিয়ে ঠায়
ভূপতি নৃপতি – হয়ে গেছে প্রজা
নিমেষে,  লহমায়।

শান বাঁধা ঘাটে – করে জলকেলি
করা হতো যাঁর স্নান
কূয়া ছড়া ঝিলে – কৃষ তনু কড়িয়াল
করে নিয়েছিল শেষে স্থান।

শত বিঘা জমি – ছিল যাঁর খাসে
পাট্টা তৌজি চিটা
ভূমিহীন হয়ে – পাহাড় জঙ্গলে
গড়েছে জীর্ণ ভিটা।

সেই মহাজন – কি’বা দোষ করে
হয়েছিল শিকড় হারা?
বুঝবে কি করে – তুমি সেই গাথা
বুঝিছে রোহিঙ্গারা!

২৫/০৯/২০২১ খ্রিস্টাব্দ।


সংবাদটি শেয়ার করুন