বায়ু দূষণে পাঁচ লাখ শিশুর মৃত্যু- শীর্ষে ভারত
গেল বছরে বিশ্বজুড়ে বায়ু দূষণের কারণে প্রায় পাঁচ লাখ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও বায়ু দূষণের কারণে গেল বছর সারাবিশ্বে প্রায় ৬৭ লাখ মানুষ মারা গেছে। শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি ভারত এবং সাব সাহারা অঞ্চলে।
মার্কিন গবেষণা কেন্দ্র হেলথ এফেক্ট ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন এর গবেষণায় এসব তথ্য বেরিয়ে এসেছে।
বায়ু দূষণের কারণে শুধু ভারতেই এক লাখ ১৬ হাজারেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। সাব সাহারায় এই সংখ্যা ছিল প্রায় দুই লাখ ৩৬ হাজার।
গবেষণায় দেখা গেছে, এসব শিশুরা জন্মের এক মাসের মধ্যেই মারা গেছে। শিশুদের মায়েরা গর্ভাবস্থায় উচ্চ মাত্রায় বায়ু দূষণের সংস্পর্শে আসার কারণে শিশুদের ওজন কম হয়। অপরিপক্ব শিশুর জন্ম হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
রান্নায় ব্যবহৃত জ্বালানির বিষাক্ত ধোঁয়া শিশু মৃত্যুর একটি বড় কারণ বলে জানানো হয়েছে গবেষণাটিতে। অপরিপক্ব শিশুর জন্ম এবং ওজনে কম এই দুটো কারণ বড় ধরনের জটিলটা সৃষ্টি করতে পারে। এসব কারণকে দক্ষিণ এশিয়া এবং সাব সাহারায় শিশু মৃত্যুর প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়।
সিএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন