ফিচার্ড সাহিত্য ও কবিতা

শেষে / বিপ্লব ঘোষ

শেষে / বিপ্লব ঘোষ


 

পুজো এলে ভাবি চলে যাই 

কোথায় যাবো কেন বা যাবো 
তার থেকে মুখ্য কথা হলো 
একটা কোথাও …
 
আসলে যাওয়া মানে শেষে 
প্রকৃতির কাছে সমর্পণ 
কিন্তু শেষ বলে কিছু নেই
যখন দেখতে পাই ওই 
পাহাড়,নদীর জল,জঙ্গল 
মুছে গিয়ে থাকে ছেলে,মেয়ে 
যারা কোনোদিন আসবে না ।
——-
বাবাদের মরতে নেই 
 
আমি ভাল করে জেনে গেছি 
আমার মৃতদেহ কিভাবে 
কেমন করে কোন রাস্তায় 
নিয়ে যাবে আমার লোকেরা 
আমি যদি কখনো সখনো 
ও- ইসব রাস্তা দিয়ে যাই 
আমার নিথর দেহখানি 
কাচের ঘরে দেখতে পাই ।
 
মরে গেছি বলে যত দুক্ষ 
তার চেয়ে বেশি কস্ট পাই 
যখন দেখি এই বেলায় 
ছোট মেয়েটা ডুকরে কাঁদে 
আর কেবল নিজের মনে 
বলে চলেছে – বাবা তুমিও….
 
সব বাবারই মিথ্যে বলে 
চিন্তা করিস না ,আমি আছি …
সব বুঝেও বিশ্বাস করে 
বাবাদের তো মরতে নেই ।
 
———
কাগজ 
 
মা-র চলে যাবারই দিনে 
 কোম্পানির খুব কাজ  ছিল 
সবার রুটি রোজগারের ।
 
আমি প্রধান কর্তা ছিলাম 
তাই শ্মশানে যেতে পারিনি 
ভাইরা বারবার জানাচ্ছে 
একবার অন্তত দেখতে…..
 
আমি এতগুলো মানুষের 
এবং নিজের সংসার ভেবে 
আমার মা-কে শেষে দেখিনি ।
 
মা-র সব কাগজ হারিয়ে 
এখন সেই আমি শ্মশানে 
ঘুরে বেড়াই মা-র বদলে 
যদি কাগজ পাওয়া যায়  ! 
মা যেন দূর থেকে বলছে 
চিন্তা করিস না বোকা ছেলে 
সব পেয়ে যাবি দুদিনেই ।
 
তাই কিন্তু সত্যি হয়েছিল ।
সংবাদটি শেয়ার করুন