শেষ সময়ে সৌদির কাছে বিধ্বংসী স্মার্ট বোমা বিক্রির জন্য মরিয়া ট্রাম্প
ক্ষমতার শেষ পর্যায়ে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের কাছে ভয়ঙ্কর স্মার্ট বোমা বিক্রির জন্য তাড়াহুড়ো করছেন। অত্যাধুনিক বিধ্বংসী এই বোমা বিক্রিতে তিনি কংগ্রেসের অনুমোদন নিতে মরিয়া হয়ে উঠেছেন। আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে।
মার্কিন টেলিভিশন চ্যানেল ব্লুমবার্গ জানিয়েছে, সৌদি আরবের কাছে সাড়ে সাত হাজার স্মার্ট বোমা বিক্রির জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে নোটিশ করেছে। নোটিশে বলা হয়েছে, সৌদি আরবের কাছে ট্রাম্প প্রশাসন এসমস্ত বোমা বিক্রির জন্য রেইথন টেকনোলজিস করপোরেশনকে লাইসেন্স দেয়ার পদক্ষেপ নিচ্ছে।
যদি এই কোম্পানিকে ট্রাম্প প্রশাসন স্মার্ট বোমা বিক্রির জন্য লাইসেন্স দেয় তাহলে তারা সৌদি আরবের কাছে প্রায় ৪৮ কোটি ডলার মূল্যের বোমা বিক্রির সুযোগ পাবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেয়া নোটিশে আরো বলা হয়েছে যে, রেইথন টেকনোলজিস কর্পোরেশন সৌদি আরবে তাদের বিদ্যমান অস্ত্রব্যবসা ভবিষ্যতে আরো বাড়াতে চায়। সূত্র : পার্সটুডে।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন