সাহিত্য ও কবিতা

শোকাহত আমরা  ||||  বিশ্বজিৎ মানিক


শোকাহত আমরা  ||||  বিশ্বজিৎ মানিক

শুধুই স্মৃতি আজ – সঞ্জীব দত্ত চন্দন
সর্বগ্রাসী ক্যান্সারে হয় – অকালে তার মরণ।


আত্মীয়তা ছিল সাথে – ছিল ছোট ভাই
ক্যান্সার নিয়ে গেলো – তার প্রাণ টাই।


ভাইদের মাঝে ছিল – সকলের ছোট
পরিবারের সে ই ছিল – সর্বশেষ খুটো।


সামাজিকতা ছিল তার – সকলের সনে
নিবেদিত ছিল সে – শ্রীরামকৃষ্ণ মিশনে।


শ্রীরামকৃষ্ণ মিশনের – কমিটিতে ছিল
আমিও আছি বিধায় – সম্পর্ক খুব ভালো।


হাসি মাখা মুখ তার – মন ছিল সাদা
ছোটরা ডাকতো তাকে – দাদা বলে সদা।


শহরের যতো আছে – বাসা বাড়ি গুলো
অনুষ্ঠানে উপস্থিতি – চন্দনের ছিল ।


দায়িত্বশীল ছিল সে – সদা মুখে হাসি
কাজের পরিধি ছিল – তার খুব বেশি ।


অনুষ্ঠানের কালে তার – খাওয়া ঘুম নেই
চন্দনের বিকল্প শুধু – ছিল একা সে ই।


রাজ নগরের দাসপাড়া – ছিল তার বাড়ি
মহকুমা অফিসে ছিল – বাবার চাকুরী।


এই সুবাদে হয়েছিল – শহরেতে আসা
পৌরসভার গীর্জা পাড়ায় – ছিল তাদের বাসা।


পড়ালেখা ছিল তার – সরকারি স্কুলে
বসবাস ছিল তাদের – ভাইবোন মিলে।


দেব দ্বিজে ভক্তি ছিল – ছিল সে উদার
করেনি সে জীবমানে – পরিগ্রহ দার।


সর্বক্ষেত্রে ছিল তার – প্রত্যুৎপন্ন মতি
কৃপা করে ঠাকুর যেন – করেন ভালো গতি।


চন্দনের বিদায়ে মোদের – কতো ক্ষতি হলো
সৃষ্টিকর্তা যেন তাকে – সদাই রাখেন ভালো।


আমাদের সাথে তার – ছিল না কোনো ক্ষোভ
শ্রীরামকৃষ্ণ মিশনের পক্ষে – জানাচ্ছি আজ শোক।


০৪/০৭/২০২০ খ্রিস্টাব্দ।
সংবাদটি শেয়ার করুন