সাহিত্য ও কবিতা

সংকল্প /হিমাদ্রী রয় সঞ্জীব

সংকল্প

 

সংকল্প /হিমাদ্রী রয় সঞ্জীব


দুর্বলেরা বলে আমাদের দিন আসবে, স্বপ্ন গুলি বাস্তবের বাসা পাবে।

সাহসীর দিন আজ এক্ষুনি, কে জানে কাল কি হবে।

অদৃশ্য দানবের ভয়ে প্রতিশ্রুতি দাও, বেঁচে থাকলে প্রকৃতির বন্ধু হবে।

নিঃশ্বাস চলার মাঝে কি মেলে না অবকাশ?

এ আমার-তোমার পাপ মনে করে ক্ষমা চাই গভীর অনুতাপে।

পৃথিবী অসুখে বিষন্ন, ক্রুদ্ধ প্রকৃতি, মানুষ এবার গতিতে দাও যতি,

কাল কি করবো হিসেব করা মিছে, যুদ্ধের সংকল্প হোক আজ; মারী উত্তর  পৃথিবীর কাছে।

আমাদের যুদ্ধ হোক ভয়ের সাথে,

আমাদের যুদ্ধ ক্ষুধা কে হারাতে।

আমাদের যুদ্ধ হোক অসুখ সারাতে

আমাদের যুদ্ধ ঝড় থামাতে।

আমাদের যুদ্ধ হোক সাম্যের সমাজ গড়াতে,

আমাদের যুদ্ধ বিভেদ তাড়াতে,

আমাদের বেঁচে থাকা হোক বন্ধু হয়ে পাশাপাশি থাকাতে,

আমাদের বেঁচে থাকা হোক শুধু  ভালোবাসা- বাসিতে।

যদি আজ হেরে যাই মৃত্যুর সাথে,

যুদ্ধ কে হাতে খড়ি দিয়ে যাবো প্রজন্মের হাতে।


 

হিমাদ্রী রয় সঞ্জীব।টরন্টো।

 

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =